Xiaomi 12 থেকে OnePlus RT, চলতি মাসেই লঞ্চ হচ্ছে ধামাকাদার বেশ কয়েকটি ফোন

Xiaomi, Infinix, Samsung এবং OnePlus -এর মতো নামিদামি সংস্থাগুলি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ‘অ্যাডভান্স টেকনোলজি’ সমন্বিত স্মার্টফোন লঞ্চ করার মাধ্যমে ব্যাপক ভাবে সুনাম…

Xiaomi, Infinix, Samsung এবং OnePlus -এর মতো নামিদামি সংস্থাগুলি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ‘অ্যাডভান্স টেকনোলজি’ সমন্বিত স্মার্টফোন লঞ্চ করার মাধ্যমে ব্যাপক ভাবে সুনাম কুড়িয়েছে টেকপ্রেমীদের কাছে। ফলে ক্রেতাদের মন রাখতে চলতি বছরেও একাধিক ‘ব্র্যান্ড নিউ’ স্মার্টফোনের সাথে হাজির হতে দেখেছি আমরা এই প্রথমসারির টেক সংস্থাগুলিকে।
চলতি মাসেও আত্মপ্রকাশ করেছে Moto G51, Moto Edge X30, Vivo Y55s 5G এবং Samsung Galaxy A03 Core সহ আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য হ্যান্ডসেট। এছাড়াও এই মাসের বাকি দুটি সপ্তাহেও বেশ কয়েকটি ফোন বাজারে পা রাখতে চলেছে। যার মধ্যে সামিল থাকছে, OnePlus RT, Micromax IN Note 1 Pro, Xiaomi 12 ও Infinix Note 11 সিরিজ। আজ আমরা উল্লেখিত স্মার্টফোনগুলির সম্পর্কে এই প্রতিবেদনে বিশদে আলোচনা করবো।

২০২১ সালের ডিসেম্বরে আপকামিং স্মার্টফোনের তালিকা (List of upcoming smartphones in December 2021)

Infinix Note 11 Series: আগামীকাল অর্থাৎ ১৩ ডিসেম্বর ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ১১ সিরিজ। এই সিরিজের অধীনে দুটি নয়া মডেল নিয়ে আসা হবে – Infinix Note 11 এবং Infinix Note 11S। আর, লঞ্চ পরবর্তী সময়ে এগুলিকে ই-কমার্স সাইট Flipkart এর মাধ্যমে কেনা যাবে বলে নিশ্চিত করেছে স্বয়ং Infinix India। উক্ত ফোন-দ্বয়ের মুখ্য ফিচারগুলির প্রসঙ্গে বললে, আসন্ন স্মার্টফোন দুটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং AMOLED ডিসপ্লে সহ আসবে। তবে, স্ট্যান্ডার্ড মডেলের ডিসপ্লে সাইজ ৬.৭ ইঞ্চি হবে এবং নোট ১১এস -এর স্ক্রিন সাইজ থাকছে ৬.৯৫ ইঞ্চি। উভয় মডেলেই পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি। আবার infinix Note 11 লঞ্চ হবে মিডিয়াটেক জি৮৮ প্রসেসরের সাথে। যেখানে Infinix Note 11S স্মার্টফোনে থাকবে মিডিয়াটেক জি৯৬ প্রসেসর। প্রসঙ্গত, এই সিরিজের ফোনগুলির দাম ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে, বলে অনুমান করা হচ্ছে।

Xiaomi 12 Series: চলতি মাসের ২৮ তারিখ একটি বিশেষ ইভেন্টে চীনা সংস্থা, শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 12 লঞ্চ হবে বলে গুঞ্জন উঠেছে। যদিও সংস্থার তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যাইহোক, বিভিন্ন লিক এবং রিপোর্ট ইঙ্গিত করছে যে, Xiaomi 11 লাইনআপের এই উত্তরসূরি সিরিজের অধীনে সম্ভবত চারটি মডেল – Xiaomi 12, Xiaomi 12X, Xiaomi 12 Pro এবং Xiaomi 12 Ultra আত্মপ্রকাশ করবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, এই আসন্ন সিরিজের প্রত্যেকটি ডিভাইস প্রিমিয়াম রেঞ্জে আসতে পারে। ফিচারের কথা বললে, চারটি স্মার্টফোনেই HD AMOLED ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা সেটআপ, অ্যাডভান্স প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারির সমর্থন পাওয়া যাবে। প্রসঙ্গত, TENAA সার্টিফিকেশন সাইটে Xiaomi 12 সিরিজের চারটি ফোনই স্পট করা গেছে। সেখান থেকে জানা গেছে চারটি মডেলের মধ্যে দুটিতে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর ও বাকি দুটি Qualcomm Snapdragon 807 প্রসেসর সহ আসবে।

OnePlus RT: ওয়ানপ্লাস আরটি আগামী ১৬ ডিসেম্বর ভারতে লঞ্চের মুখ দেখতে পারে। গত অক্টোবর মাসে চীনে লঞ্চ হওয়া OnePlus 9RT ফোনের রিব্র্যান্ডডেড ভার্সন হিসেবে OnePlus RT ভারতে আসবে বলে অনুমান করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, ফোনটির দাম ৪০,০০০ টাকার মধ্যে থাকতে পারে। আবার, ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম, Snapdragon 870 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

Micromax IN Note 1 Pro: গতমাসে শোনা গিয়েছিল, ভারতের বাজারে শীঘ্রই একটি ‘ব্র্যান্ড-নিউ’ স্মার্টফোন নিয়ে আসছে Micromax। এখন নতুন রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি হয়তো আগামী ১৫ ডিসেম্বর তাদের এই লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করবে। আপকামিং হ্যান্ডসেটটি, গত জুন মাসে লঞ্চ হওয়া Micromax In 2b স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে আসবে। এই আসন্ন স্মার্টফোনটির দাম ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে বলে আমাদের অনুমান। ফিচারের ক্ষেত্রে, এটি, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, MediaTek Helio G95 প্রসেসর এবং HD ডিসপ্লে সহ আসবে। এছাড়া, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে বলেও জানা গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন