OnePlus 9RT থেকে Tecno Camon 18, অক্টোবরে লঞ্চ হতে পারে এই ফোনগুলি

এখন, প্রায় প্রতি মাসেই স্মার্টফোন কোম্পানিগুলি আধুনিক এবং উন্নত ফিচারযুক্ত নতুন হ্যান্ডসেট বাজারে আনে। এই ফোনগুলি কখনও কখনও নির্দিষ্ট কিছু দেশে, আবার কখনও কখনও গ্লোবাল…

এখন, প্রায় প্রতি মাসেই স্মার্টফোন কোম্পানিগুলি আধুনিক এবং উন্নত ফিচারযুক্ত নতুন হ্যান্ডসেট বাজারে আনে। এই ফোনগুলি কখনও কখনও নির্দিষ্ট কিছু দেশে, আবার কখনও কখনও গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে থাকে। গতমাসে অর্থাৎ, সেপ্টেম্বরে আমরা নতুন আইফোন সিরিজ সহ বেশ কয়েকটি ডিভাইস বাজারে আসতে দেখেছি। ব্যতিক্রম হবে না অক্টোবরেও। এই মাসের আসন্ন সপ্তাহগুলিতে আরো কিছু নতুন ফোন, খরিদ্দারির বিকল্প হিসেবে উপলব্ধ হবে। আর নেপথ্যে থাকবে Motorola, OnePlus, Google, iQOO-এর মত ব্র্যান্ড। ঠিক কী কী ফোন লঞ্চ হবে এ মাসে? চলুন দেখে নিই।

অক্টোবরেই লঞ্চ হতে পারে এই স্মার্টফোনগুলি

Moto G31: ইতিমধ্যে Motorola-র আসন্ন Moto G31 (মোটো জি৩১) সম্পর্কিত অনেক তথ্য সামনে এসেছে। এই ফোনটি এনবিটিসি, ওয়াইফাই অ্যালায়েন্স, এনসিসি এবং অন্যান্য সার্টিফিকেশন পেয়েছে, যার ফলে অনুমান করা হচ্ছে অক্টোবরেই এটি লঞ্চ হবে। ফিচারের কথা বললে, এতে সম্ভবত পাঞ্চ-হোল ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম, ১০ ওয়াট চার্জিং স্পিডসহ ৪,৮৫০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে। এই স্মার্টফোনটি মিড রেঞ্জে আসবে‌।

iQOO Z5x: Vivo-র এক সময়ের সাথী iQOO শীঘ্রই নতুন iQOO Z5x (আইকো জেড৫এক্স) মডেল লঞ্চ করতে পারে। কোম্পানি এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি বটে, কিন্তু ফোনটি ইতিমধ্যেই JD.com ওয়েবসাইটে উপলব্ধ। তাছাড়া সম্প্রতি এটিকে V2131A মডেল নম্বরসহ গুগল প্লে কনসোল লিস্টিংয়ে দেখা গেছে। জল্পনা রয়েছে iQOO Z5x-এ ফুল-এইচডি+ রেজোলিউশন সমেত পাঞ্চ-হোল ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ এসওসি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৮ জিবি র‍্যাম থাকবে।

OnePlus 9RT: ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা OnePlus শীঘ্রই মালয়েশিয়া এবং ভারতসহ অন্যান্য এশীয় বাজারে নতুন OnePlus 9RT (ওয়ানপ্লাস ৯আরটি) লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। অনেকে মনে করছেন এই ফোনটি এন্ট্রি-লেভেল ফ্ল্যাগশিপ হিসেবে আগামী ১৫ই অক্টোবর চালু হবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে নিয়ে আসতে পারে। আবার এতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Google Pixel 6: এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে Google-এর নতুন Pixel 6 (পিক্সেল ৬) সিরিজ আত্মপ্রকাশ করতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের বেস মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে এবং ডুয়াল ক্যামেরা সিস্টেম থাকবে। যেখানে ‘Pro’ মডেলে দেখা যাবে ৬.৭ ইঞ্চি QHD+ প্যানেল (১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত) বা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Tecno Camon 18: টেকনো ক্যামন ১৮ সিরিজের রেন্ডার সম্প্রতি ফাঁস হয়েছে। মনে করা হচ্ছে অক্টোবর মাসেই ফোনগুলি লঞ্চ করা হবে। স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেস মডেলে মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

JioPhone Next: Reliance Jio এবং Google নির্মিত এই সস্তা 4G স্মার্টফোনটি বহুদিন ধরেই চর্চায় রয়েছে। এমনকি এটি ভারতের বাজারে সেপ্টেম্বরে লঞ্চ হওয়ারও কথা ছিল। কিন্তু, এখন কোম্পানি স্পষ্ট করেছে যে এই ফোন চালু হতে দীপাবলি পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে গুজব চলছে এই নতুন জিওফোন অক্টোবরের শেষের দিকে মুক্তি পাবে। এতে এইচডি+ ডিসপ্লে সহ অ্যান্ড্রয়েড ১১ গো ভার্সন, কোয়ালকম ২১৫ মোবাইল প্ল্যাটিনাম প্রসেসর এবং ১৩ মেগাপিক্সেলের Omnivision রিয়ার ক্যামেরার সুবিধা থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন