আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট কিভাবে করবেন, অনলাইনে সম্ভব কিনা জানুন

আধার কার্ড (Aadhaar Card) এখন কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। আমাদের নাম ছাড়াও আধার কার্ডে বায়োমেট্রিক ডেটা,...
techgup 8 April 2023 1:00 PM IST

আধার কার্ড (Aadhaar Card) এখন কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। আমাদের নাম ছাড়াও আধার কার্ডে বায়োমেট্রিক ডেটা, মোবাইল নম্বর, ছবি ইত্যাদি থাকে। এই ডেটাগুলি আপনি অনলাইনে বা অফলাইনে পরিবর্তন করতে পারবেন। তবে সব ডেটা অনলাইনে আপডেট সম্ভব নয়। যেমন আপনি আধার কার্ডের মোবাইল নম্বর (Mobile Number with Aadhaar Card Update) অনলাইনে আপডেট করতে পারবেন না। এর জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

আধার কার্ডে মোবাইল নম্বর কীভাবে পরিবর্তন করবেন

অনেক সময় এমন হয় যে আমাদের ফোন নম্বর পরিবর্তন করতে হয়। এই পরিস্থিতিতে, আপনি যখনই কোনও নতুন মোবাইল নম্বর নেবেন, তখন সেটি UIDAI-এর ডেটাবেসে আপডেট করা উচিত। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর কীভাবে লিঙ্ক করবেন (Aadhaar Card-Mobile Number Link) আসুন জেনে নেওয়া যাক।

ধাপ ১: আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে প্রথমে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যান।

ধাপ ২: তারপর আধার আপডেট/ সংশোধন ফর্ম টি পূরণ করুন।

ধাপ ৩: এর পরে, আধার এক্সিকিউটিভের কাছে ফর্মটি জমা দিন।

ধাপ ৪: এই পরিষেবার জন্য আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।

ধাপ ৫: আপনাকে আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) সহ একটি স্লিপ দেওয়া হবে। এই URN নম্বর ব্যবহার করে, আপনি আপনার আপডেট অনুরোধের স্ট্যাটাস চেক করতে পারেন।

ধাপ ৬: এর পরে, আপনার মোবাইল নম্বরটি ৩০ দিনের মধ্যে আধার ডেটাবেসে আপডেট করা হবে।

Show Full Article
Next Story