UPI ATM: ডেবিট কার্ড ছাড়াই টাকা তুলুন, চলে এল ইউপিআই এটিএম, ঝটপট টাকা তুলুন

অবশেষে ভারতে লঞ্চ হল UPI-ATM। এটি সাধারণ ATM মেশিনের তুলনায় কিছুটা আলাদা। কারণ, ATM-এ টাকা তুলতে গেলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়।…

অবশেষে ভারতে লঞ্চ হল UPI-ATM। এটি সাধারণ ATM মেশিনের তুলনায় কিছুটা আলাদা। কারণ, ATM-এ টাকা তুলতে গেলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়। কিন্তু UPI-ATM থেকে টাকা তুলতে গেলে কোনো কার্ডের প্রয়োজন হবে না।

এই মেশিনটির নাম “Hitachi Money Spot UPI ATM”। ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া মুম্বাই গ্লোবাল ফিনটেক ফেস্টে এটিকে সর্বপ্রথম জনসমক্ষে আনা হয়। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ব্যাঙ্ক কার্ডের পরিবর্তে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস (UPI) মাধ্যম ব্যবহার করে এই এটিএম থেকে টাকা তোলা যাবে।

কিভাবে এই UPI ATM থেকে টাকা তুলবেন?

  • প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি এটিএম থেকে কত টাকা তুলতে চান।
  • অ্যামাউন্ট নির্ধারণ করার পর আপনাকে স্ক্রিনে একটি QR কোড দেখানো হবে।
  • এটিএম থেকে টাকা তোলার জন্য মোবাইলে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস সাপোর্ট যুক্ত একটি অ্যাপ ব্যবহার করতে হবে।
  • এরপর মোবাইলে UPI অ্যাপটি খুলে সেখান থেকে এটিএমের স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
  • ট্রানজ্যাকশন যাতে নিরাপদে সম্পন্ন হয়, সেই জন্য ইউপিআই অ্যাপে পিন নম্বর এন্টার করতে হবে।
  • সঠিক পিন নম্বর দেওয়ার পর আপনি এটিএম থেকে টাকা পেয়ে যাবেন।

বর্তমানে, অনেক ব্যাঙ্কই ফিজিক্যাল কার্ড ব্যবহার না করেই টাকা তোলার অনুমতি দেয় এবং UPI-ATMও সেই একই কাজ করে। কিন্তু এই দুটির ভিতর একটা পার্থক্য আছে। ব্যাঙ্কে কার্ড ব্যবহার না করে টাকা তুলতে গেলে আপনাকে নিজের মোবাইল এবং একটি বিশেষ ওটিপি ব্যবহার করতে হয়, কিন্তু UPI ATM থেকে টাকা তুলতে গেলে আপনাকে কেবলমাত্র QR কোড স্ক্যান করতে হবে।