ফোনে ইন্টারনেট নেই বা পাসওয়ার্ড ভুলে গেছেন? PhonePe ও Paytm ব্যবহারকারীরা এভাবে পাঠান টাকা
এখনকার সময়ে আমি-আপনি বা অধিকাংশ স্মার্টফোন ইউজারই UPI বা অনলাইন পেমেন্ট করে থাকি – তা সে বাড়ি বসে বিল মেটানো বা...এখনকার সময়ে আমি-আপনি বা অধিকাংশ স্মার্টফোন ইউজারই UPI বা অনলাইন পেমেন্ট করে থাকি – তা সে বাড়ি বসে বিল মেটানো বা রিচার্জ করার ক্ষেত্রেই হোক, কিংবা বাজারে সব্জি, কেনাকাটা থেকে শুরু করে অটো-টোটোর ভাড়া দেওয়ার ব্যাপার থাকুক! কিন্তু সমস্যা হচ্ছে যে, অনেক সময়ই UPI পেমেন্ট করতে গিয়ে দুর্বল ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আমাদের মুশকিলে পড়তে হয়; এক্ষেত্রে হয় পেমেন্ট প্রসেস হতে সময় লাগে নয়ত বা পেমেন্ট আটকে যায়। এছাড়া মাঝেমধ্যে UPI পিন ভুলে যাওয়ার সমস্যা তো থাকেই। তবে এই ধরণের ঝামেলা থেকে ইউজারদের রেহাই দিতে, সম্প্রতি Paytm এবং PhonePe-এর মত দুই জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম 'UPI Lite' নামের বিশেষ ফিচার চালু করেছে। এই ফিচারের সৌজন্যে আপনারা যদি ২,০০০ টাকা পর্যন্ত অ্যামাউন্টের UPI পেমেন্ট করতে চান, ইন্টারনেট বা পিনের প্রয়োজন হবে না। নিঃসন্দেহে এটি দারুণ kajer একটি সুবিধা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসছে যে, কীভাবে UPI পিন এবং ইন্টারনেট ছাড়া টাকা পেমেন্ট করা যাবে?
সেক্ষেত্রে বলি ফোনপে এবং পেটিএম যে ইউপিআই লাইট ফিচার চালু করেছে তা আসলে ছোটখাটো লেনদেন করার জন্য। এটি আদতে ওয়ালেটের মত একটি ফিচার, যার মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনাকে আগে কিছু টাকা অ্যাড করতে হবে। পরে এই ফিচার দিয়ে পেমেন্ট করতে হলে পিন বা ইন্টারনেটের প্রয়োজন হবেনা। আসুন এখন ধাপে ধাপে জেনে নিই ইউপিআই লাইট ফিচার ব্যবহারের পদ্ধতি।
কীভাবে UPI Lite সেটআপ করবেন?
১. ইউপিআই লাইট ফিচার ব্যবহারের জন্য ফোনে ফোনপে বা পেটিএম অ্যাপ্লিকেশন থাকা দরকার।
২. এক্ষেত্রে প্রথমে অ্যাপটি খুলে তাতে সাইন আপ করতে হবে।
৩. এরপর লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লিখে পিন সেট করতে হবে।
৪. স্ক্রল করে ইউপিআই লাইট অপশন সিলেক্ট করতে হবে।
৫. পরবর্তী ধাপে 'ইনফরমেশন' (Information) অপশনে ক্লিক করে বেছে নিতে হবে 'এনাবেল' (Enable) বাটন।
৬. ইউপিআই লাইট অপশনের মাধ্যমে ২,০০০ টাকার ট্রানজাকশন করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা যুক্ত করতে হবে।
৭. এই কাজগুলি করলেই যেকোনো সময় ইউপিআই লাইট অপশন ব্যবহার করা যাবে।