UPI Lite: অফলাইনে চালু হল ইউপিআই লাইট পরিষেবা, ইন্টারনেট ছাড়াই পাঠাতে পারবেন টাকা

রিজার্ভ ব‌্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI) আজ ফিচার ফোনের মাধ্যমে অফলাইনে সল্প পরিমাণ অর্থ লেনদেনের জন্য চালু করল...
Julai Modal 21 Sept 2022 11:44 PM IST

রিজার্ভ ব‌্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI) আজ ফিচার ফোনের মাধ্যমে অফলাইনে সল্প পরিমাণ অর্থ লেনদেনের জন্য চালু করল ইউপিআই লাইট (UPI Lite) অন ডিভাইস ওয়ালেট। পাশাপাশি রুপে ক্রেডিট কার্ড দিয়ে এখন থেকে ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে বলে ঘোষণা করেছেন আরবিআই এর গর্ভনর শান্তিকান্ত দাস। শুধু তাই নয়, ভারত বিল পে সিস্টেম বা বিবিপিএস (BBPS) থেকে রুপে ক্রেডিট কার্ড ভিত্তিক ইউপিআই পরিষেবা ব্যবহার করে বিলও পেমেন্ট করতে পারবেন ইউজাররা।

উল্লেখ্য, গত মার্চ মাসে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) ঘোষণা করেছিল যে শীঘ্রই ভারতে ইউপিআই লাইট চালু হবে। এরফলে অফলাইন মোডে লেনদেন করতে সক্ষম হবে ব্যবহারকারীরা। যদিও অ্যাকাউন্টে ক্রেডিটের সময় প্রাথমিক পর্যায়ে অনলাইন কানেক্টিভিটির প্রয়োজন হতে পারে।

UPI Lite এখন ২০০ টাকা পর্যন্ত লেনদেন করতে অন-ডিভাইস ওয়ালেট ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। যদিও শীঘ্রই এই সীমা বাড়িয়ে ২,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে। এরফলে UPI Lite, Paytm এবং MobiKwik এর মতো অনলাইন মোবাইল ওয়ালেটগুলিকে যে কঠিন প্রতিযোগিতার মুখে দাঁড় করাবে তাতে কোনো সন্দেহ নেই।

পূর্বে ঘোষণা করা হয়েছিল যে, শুরুতে অফলাইন মোডে ডেবিট হওয়া পেমেন্টগুলি দেখা যেতে পারে, তবে ক্রেডিটের সময় অনলাইন থাকা প্রয়োজন। আশা করা যায়, ভবিষ্যতে সমস্ত ইউপিআই লেনদেন সম্পূর্ণ অফলাইন মোডে করা সম্ভব হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যবহারকারীরা তাদের ইউপিআই অ্যাপস থেকে যে কোনও সময়ে UPI Lite পরিষেবা বন্ধ করে দিতে পারবেন। এই ক্ষেত্রে, অন-ডিভাইস ওয়ালেটের ব্যালেন্স ফান্ডটি রিয়েল টাইমে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফেরত চলে যাবে।

Show Full Article
Next Story