UPI New Rules: ১ নভেম্বর থেকে বড় বদল ইউপিআই পেমেন্টে, পেটিএম, ফোনপে ও গুগলপে ব্যবহারকারীরা জানুন

UPI New Rules - ১ নভেম্বর থেকে ইউপিআই লাইট ফিচার ব্যবহারকারীদের জন্য অটো টপ আপ ফিচার নিয়ে আসা হয়েছে। এরফলে ওয়ালেটে টাকা কমে গেলে ব্যবহারকারীদের ম্যানুয়ালি রিচার্জ করার প্রয়োজন পড়বে না।

Puja Mondal 1 Nov 2024 2:10 PM IST

আজ অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ থেকে ইউপিআই লাইট ব্যবহারকারীদের জন্য দুটি নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, আজ থেকে ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহারকরীরা আরও বেশি অর্থ লেনদেন করতে পারবেন এবং ওয়ালেট লিমিটও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সাধারণ ইউপিআই এর মতো ইউপিআই লাইট এর ক্ষেত্রেও অটো টপ আপ ফিচারের সুবিধা পাওয়া যাবে।

ইউপিআই লাইট এর জন্য ১ নভেম্বর থেকে নতুন নিয়ম

আগে ইউপিআই লাইট ব্যবহারকারীরা একটি লেনদেনে ৫০০ টাকা পাঠাতে পারতেন, যা আজ ১ নভেম্বর থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। এছাড়া ইউপিআই লাইট ওয়ালেটে এখন ৫,০০০ টাকা পর্যন্ত রাখা যাবে, যা আগে কেবল ২,০০০ টাকা পর্যন্ত রাখা যেত। যদিও দৈনিক খরচ আগের মতোই ৪,০০০ টাকা পর্যন্ত করা যাবে।

অন্যদিকে, ১ নভেম্বর থেকে ইউপিআই লাইট ফিচার ব্যবহারকারীদের জন্য অটো টপ আপ ফিচার নিয়ে আসা হয়েছে। এরফলে ওয়ালেটে টাকা কমে গেলে ব্যবহারকারীদের ম্যানুয়ালি রিচার্জ করার প্রয়োজন পড়বে না। বরং অটো টপ আপ ফিচারের দৌলতে স্বয়ংক্রিয়ভাবে অর্থ যোগ হয়ে যাবে। ব্যবহারকরীরা মিনিমাম ব্যালেন্স সেট করে রাখতে পারবেন। সেখানে ব্যালেন্স চলে এলে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ওয়ালেটে যোগ হয়ে যাবে। দিনে সর্বোচ্চ পাঁচবার এই সুবিধা পাওয়া যাবে।

উল্লেখ্য, ইউপিআই লাইট হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) দ্বারা আনা বিশেষ পরিষেবা। এখানে ইউপিআই পিন ছাড়াই ছোটখাটো লেনদেন করা যায়। আর গত ২৭ আগস্ট ২০২৪ তারিখে এনপিসিআই ইউপিআই এর জন্য অটো টপ আপ ফিচার নিয়ে এসেছিল।

Show Full Article
Next Story