PhonePe ও Google Pay-র বিদায় ঘন্টা বাজাতে ভারত সরকার আনছে UPI Plugin, কি সুবিধা পাবেন

কেন্দ্র সরকার নতুন ইউপিআই পেমেন্ট সিস্টেম (UPI Payment System) চালু করতে চলেছে। আজ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন পেমেন্ট...
techgup 10 Aug 2023 12:12 PM IST

কেন্দ্র সরকার নতুন ইউপিআই পেমেন্ট সিস্টেম (UPI Payment System) চালু করতে চলেছে। আজ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন পেমেন্ট সিস্টেমের তরফে জানানো হয়েছে যে, তারা শীঘ্রই ইউপিআই প্লাগইন সিস্টেম লঞ্চ করতে চলেছে। বলা হচ্ছে যে, নয়া ইউপিআই সিস্টেম দেশে অনলাইন পেমেন্টকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে।

ইউপিআই প্লাগইন সিস্টেম কি (What is UPI Plugin System)

আপনি যদি অনলাইনে কিছু অর্ডার করেন তবে আপনাকে অর্থ প্রদানের জন্য গুগল পে বা ফোনপে (Google Pay or PhonePe)-র মতো থার্ড পার্টি অ্যাপে পাঠানো হয়। কিন্তু এভাবে পেমেন্ট করতে গিয়ে অনেকক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তবে এই সমস্যা দূর করতে ইউপিআই প্লাগইন সিস্টেম চালু করা হচ্ছে, যারপর গুগল পে এবং ফোনপে'র মতো থার্ড পার্টি অ্যাপগুলির প্রয়োজন পড়বে না। প্ল্যানইন মানে ইউপিআই পেমেন্ট অ্যাপের প্রয়োজন নেই। এতে যেকোনো অনলাইন পেমেন্টের জন্য ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

কি সুবিধা হবে

ইউপিআই প্লাগইন সিস্টেম অনলাইন জালিয়াতির সংখ্যা হ্রাস করবে। এছাড়া, নয়া পদ্ধতিতে পেমেন্টের সংখ্যা বাড়বে।

যদিও নয়া পরিষেবা নিয়ে খুব বেশি খুশি নয় Google Pay এবং PhonePe। তারা বলেছে যে, ইউপিআই প্লাগইন একটি ভাল পদক্ষেপ। কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে।

সরকারের পরিকল্পনা কী?

PhonePe বর্তমান অনলাইন ইউপিআই পেমেন্টের ৪৭ শতাংশ দখল করে আছে। আর ৩৩ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে Google Pay। আবার Paytm ১৩ শতাংশ দখল করে তৃতীয় স্থানে অবস্থান করছে। তাই সরকারের পরিকল্পনা, এক বা দু'টি কোম্পানি যেন ইউপিআই পেমেন্ট সেক্টর দখল না করে। এজন্য সরকার নয়া পরিষেবা এনে PhonePe ও Google Pay এর বাজারে থাবা বসাতে চাইছে।

Show Full Article
Next Story