QR Code Scam

UPI পেমেন্ট ব্যবহারকারীদের জন্য রেড অ্যালার্ট জারি, QR কোড জালিয়াতি থেকে বাঁচুন

কিউআর কোড দ্রুত অর্থ প্রদানের জন্য সেরা বিকল্প হিসাবে বিবেচিত হয়। বাজারের দোকানগুলিতে আপনি এখন প্রচুর কিউআর কোড স্টিকিং দেখতে পাবেন।

Suman Patra 19 Dec 2024 1:06 PM IST

UPI নিয়ে জালিয়াতি দিন কে দিন বাড়ছে, তাই আমাদের সতর্ক থাকা উচিত। কিউআর কোডের মাধ্যমে এই জালিয়াতি আরও ভয়ংকর হয়ে উঠেছে। প্রতারকরা চতুরতার সাথে ভুয়ো কিউআর কোড স্ক্যান করিয়ে সাধারণ মানুষের টাকা লুট করছে। এমত পরিস্থিতিতে আপনি যদি QR কোড জালিয়াতি থেকে নিজেকে নিরাপদ রাখতে চান তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি?

QR কোড স্ক্যাম কীভাবে কাজ করে?

কিউআর কোড দ্রুত অর্থ প্রদানের জন্য সেরা বিকল্প হিসাবে বিবেচিত হয়। বাজারের দোকানগুলিতে আপনি এখন প্রচুর কিউআর কোড স্টিকিং দেখতে পাবেন। এছাড়া ডেলিভারি সার্ভিস ও অন্যান্য প্ল্যাটফর্মেও এখন ব্যাপকভাবে কিউআর কোড ব্যবহার করা হয়। এখান থেকেই শুরু হয় জালিয়াতি। এতে জালিয়াতরা ভুয়ো কিউআর কোড স্ক্যান করিয়ে মানুষকে ফাঁদে ফেলে।

স্ক্যামের জন্য ব্যবহৃত কিউআর কোড একেবারে আসলের মতো দেখতে হওয়ায় সাধারণ মানুষের পক্ষে সহজে এটি সনাক্ত করা কঠিন। ব্যবহারকারী মনে করেন যে তিনি সঠিক জায়গায় অর্থ প্রদান করছেন, কিন্তু অজান্তেই ব্যবহারকারী তাদের কষ্টার্জিত অর্থ প্রতারকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।

QR কোডে ভুয়ো APK লিঙ্কের ব্যবহার

হ্যাকাররা স্ক্যামের জন্য কিউআর কোডে ভুয়ো এপিকে লিঙ্ক ব্যবহার করে। এটি আপনাকে কোনও ভুয়ো অ্যাপ্লিকেশন বা কোনও সফ্টওয়্যার ডাউনলোড করতেও বলতে পারে। এর মাধ্যমে আপনার ফোনের অনুমতি নিয়ে ব্যক্তিগত ও ব্যাঙ্কের ডিটেইলস পেয়ে যায় হ্যাকাররা।

এভাবে নিজেকে নিরাপদ রাখুন

১. ইউপিআই পেমেন্ট করার সময় কিউআর কোডের পরিবর্তে ভেরিফাইড ইউপিআই আইডি বা মোবাইল নম্বরে টাকা ট্রান্সফার করুন।

২- অপরিচিত স্থান বা সন্দেহজনক কোনো সংস্থার কিউআর কোড স্ক্যান করার সময় বিশেষ সতর্ক থাকুন। স্ক্যামাররা সহজেই রেস্তোঁরা, বাজার বা কিয়স্কের মতো জনবহুল স্থানে ভুয়ো কিউআর কোড পেস্ট করে। পেমেন্ট করার আগে নিশ্চিত হয়ে নিন সঠিক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না।

৩. গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো ইউপিআই প্ল্যাটফর্মের জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা ভাল। এই অ্যাকাউন্টে যতটুকু টাকা প্রয়োজন ততটুকু টাকা রাখতে হবে, যাতে কোনো স্ক্যামের ঘটনাতেও আপনার বড় ধরনের ক্ষতি না হয়।

Show Full Article
Next Story