UPI Transaction Charges: ফ্রি-র দিন শেষ, 1 এপ্রিল থেকে ইউপিআই পেমেন্টে দিতে হবে চার্জ

UPI পেমেন্ট পরিষেবা ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ইউপিআই লেনদেন আর বিনামূল্যে করা যাবে না। মার্চেন্টরা যদি ২,০০০ টাকা বা তার…

UPI পেমেন্ট পরিষেবা ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ইউপিআই লেনদেন আর বিনামূল্যে করা যাবে না। মার্চেন্টরা যদি ২,০০০ টাকা বা তার বেশি অর্থ UPI এর মাধ্যমে পাঠাতে চান তাহলে চার্জ দিতে হবে। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ১ এপ্রিল থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের (UPI) মাধ্যমে মার্চেন্ট লেনদেনে প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট (পিপিআই) ফি লাগু করার কথা জানিয়ে একটি সার্কুলার জারি করেছে।

NPCI-এর সার্কুলারে বলা হয়েছে, ২,০০০ টাকার বেশি পেমেন্ট হলে ইউপিআই-তে পিপিআই ব্যবহারের ক্ষেত্রে ১.১ শতাংশ ইন্টারচার্জ (আপনি যে পরিমাণ অর্থ প্রদান করছেন) দিতে হবে।

একদিকে যেখানে মুদ্রাস্ফীতি এত বাড়ছে, সেখানে NPCI এর এই সিদ্ধান্ত মানুষের পকেটে চাপ ফেলবে বলেই অনেকে মনে করছেন। অন্যদিকে Paytm, Phonepe এবং GPay-এর মতো অ্যাপগুলির জন্য স্বস্তি নিয়ে আসবে। কারণ এরফলে কোম্পানিগুলির আয় বাড়বে।

তবে মার্চেন্ট বাদে সাধারণ UPI লেনদেনের ক্ষেত্রে এক্ষুনি কোনো চার্জ নেওয়া হবে না। অর্থাৎ সাধারণ মানুষ বিনামূল্যে এখনও প্রতিদিন ১ লক্ষ টাকা UPI পেমেন্ট করতে পারবেন। তবে কিছুমাস আগে শোনা গিয়েছিল, এক্ষেত্রেও চার্জ ধার্য করা হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন