UPI Transaction

অক্টোবরে রেকর্ড পরিমাণ ইউপিআই লেনদেন, ব্যবহার কমছে ডেবিট কার্ডের

UPI Transaction - ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (UPI) এর ব্যবহার ভারতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, অক্টোবরে ইউপিআই-এর মাধ্যমে দেশে ১৬.৫৮ বিলিয়ন লেনদেন হয়েছে, যার মূল্য ছিল প্রায় ২৩.৫ লক্ষ কোটি টাকা।

Puja Mondal 2 Nov 2024 11:12 PM IST

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (UPI) এর ব্যবহার ভারতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, অক্টোবরে ইউপিআই-এর মাধ্যমে দেশে ১৬.৫৮ বিলিয়ন লেনদেন হয়েছে, যার মূল্য ছিল প্রায় ২৩.৫ লক্ষ কোটি টাকা। ২০১৬ সালের এপ্রিলে ইউপিআই চালু হওয়ার পর থেকে এত‌ লেনদেন আগে কখনও হয়নি।

এদিকে ইউপিআই এর লেনদেন বেড়ে যাওয়ায় ভারতে ডেবিট কার্ডের ব্যবহার কমছে। রিজার্ভ অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে যে, গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন ৮ শতাংশ কমেছে। যেখানে আগস্টে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের অঙ্ক ছিল ৪৩,৩৫০ কোটি টাকা। সেখানে সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৩৯,৯২০ কোটি টাকাতে। তবে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৫ শতাংশ। সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন তার আগের মাসের ১.৬৮ লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে ১.৭৬ লক্ষ কোটি টাকা।

এক মাসে ইউপিআই লেনদেন ১০ শতাংশ বেড়েছে

এনপিসিআই এর ডেটা অনুসারে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের সংখ্যা ১০ শতাংশ এবং মূল্য ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে দৈনিক ইউপিআই লেনদেনের সংখ্যা ছিল ৫৩৫ মিলিয়ন। এই সময়ে প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল ৭৫,৮০১ কোটি টাকা। যেখানে সেপ্টেম্বরে গড় দৈনিক লেনদেনের সংখ্যা ছিল ৫০১ মিলিয়ন এবং মূল্য ৬৮,৮০০ কোটি টাকা।

অক্টোবরে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (আইএমপিএস) মাধ্যমে ৪৬.৭০ কোটি লেনদেন হয়েছে, যা সেপ্টেম্বরের ৪৩ কোটি থেকে ৯ শতাংশ বেশি। গত মাসে আইএমপিএস লেনদেনের মূল্য সেপ্টেম্বরে ৫.৬৫ লক্ষ কোটি টাকা থেকে ১১ শতাংশ বেড়ে ৬.২৯ লক্ষ কোটি টাকা হয়েছে। এদিকে অক্টোবরে ফাস্ট্যাগের মাধ্যমে লেনদেনের পরিমাণ ৮ শতাংশ বেড়ে হয়েছে ৩৪.৫০ কোটি। সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল ৩১. ৮০ কোটি। গত মাসে ফাস্ট্যাগ লেনদেনের পরিমাণ ছিল ৬,১১৫ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৫,৬২০ কোটি টাকা।

Show Full Article
Next Story