সস্তায় পুষ্টিকর ফিচারের ফোন, তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে উঠে এল Motorola
মার্কেটের প্রায় ১০ শতাংশ শেয়ার দখল করে মোটোরোলা (Motorola) ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন...মার্কেটের প্রায় ১০ শতাংশ শেয়ার দখল করে মোটোরোলা (Motorola) ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছে। এমনই তথ্য উঠে এলো একটি মার্কেট রিসার্চার সংস্থার রিপোর্ট থেকে। আবার iPhone নির্মাতা অ্যাপল (অ্যাপল) ৫৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে মার্কিন বাজারের সিংহভাগ দখল করে রেখেছে, আর দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) প্রায় ২২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। লেনোভোর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা গত বছর স্মার্টফোন শিপমেন্টে ১৩১ শতাংশ ইয়ার-ওভার-ইয়ার (YoY) বৃদ্ধি নথিভুক্ত করেছে৷ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০০ ডলার (প্রায় ৩০,৩০০ টাকা)-এর নীচের স্মার্টফোনগুলির মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে৷ এছাড়াও, ২০২১- এই প্রথমবারের জন্য মার্কিন স্মার্টফোন বাজারে মোটোরোলা প্রথম তিনটি বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে নিজের স্থান করে নিয়েছে।
Motorola ২০২১-এ মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডের শিরোপা লাভ করল
বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research) তাদের সাম্প্রতিক মার্কেট পালস সার্ভিস রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) ব্র্যান্ড হিসেবে মোটোরোলার বৃদ্ধির বিস্তারিত বিবরণ পেশ করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছর এই স্মার্টফোন সংস্থার বিক্রয় ১৩১ শতাংশ ইয়ার-ওভার-ইয়ার (YoY) বৃদ্ধি পেয়েছে এবং এটি মার্কিন স্মার্টফোন বাজারের ১০ শতাংশ মার্কেট শেয়ার দখল করতে সক্ষম হয়েছে। আর অন্যদিকে, অ্যাপল তাদের ৫৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে এবং ২২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্যামসাং দ্বিতীয় স্থানে রয়েছে৷ তবে অ্যাপল এবং স্যামসাং দুই সংস্থাই প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনের শীর্ষ বিক্রেতা হিসাবে নিজেদের স্থান ধরে রেখেছে, সেখানে মোটোরোলা মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০০ ডলার (প্রায় ৩০,৩০০ টাকা) এবং তার কম দামের স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় স্থানটি অধিকার করেছে। জানিয়ে রাখি, ২০০৮ সালে ফিচার ফোনের যুগে, মোটোরোলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম হ্যান্ডসেট ওইএম। তবে এই প্রথম স্মার্টফোন বিভাগেও সেরা তিনে জায়গা করে নিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, স্মার্টফোনের বাজার থেকে এলজি (LG)-এর প্রত্যাশিত প্রস্থান মোটোরোলার সাফল্যের পিছনে প্রধান কারণ বলেই মনে করা হচ্ছে। প্রায় ছয় বছর ধরে মোট ৪.৫ বিলিয়ন ডলার (প্রায় ৩৩,০১০ কোটি টাকা) লোকসান সহ্য করার পরে বাধ্য হয়ে, গতবছর এলজি তাদের অলাভজনক মোবাইল ফোন বিভাগটি বন্ধ করে দেওয়ার ঘোষণা করে। রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা এলজির এই রেখে যাওয়া শূন্যস্থানটি পূরণ করে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডের স্বীকৃতি লাভ করেছে।
এছাড়া, কাউন্টারপয়েন্টের রিপোর্টটি প্রকাশ করেছে, মোটোরোলার এই সাফল্যের পিছনে রয়েছে তাদের ৩০০ ডলার (প্রায় ২২,৭০০ টাকা)- এর মধ্যে থাকা Moto G Stylus, Moto G Power এবং Moto G Pure- এর মতো স্মার্টফোনগুলিই। এছাড়াও বলা হয়েছে, মোটোরোলা ইউএস প্রিপেইড চ্যানেল, যেমন- ভেরিজন প্রিপেইড (Verizon Prepaid) এবং মেট্রো বাই টি-মোবাইল (Metro by T-Mobile)- এর দ্বারা তাদের মার্কেট শেয়ারের ২৮ শতাংশ প্রসারিত করেছে। আগামী বছরগুলিতে সংস্থাটির আরও উন্নতি পরিলক্ষিত হবে বলে জানিয়েছে বাজার গবেষণা সংস্থাটি। মার্কিন গ্রাহকদের অধিকাংশই ৫জি কানেক্টিভিটি যুক্ত স্মার্টফোনের দিকে ঝুঁকেছে এবং বর্তমানে সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল ফোনের চাহিদা মোটোরোলার বৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলেই আশা করা হচ্ছে।