Smartphone-এ রাখুন এই সরকারি App, ম্যালওয়্যার, ডেটা চুরির মতো বিপদ ধারে কাছে আসবেনা

স্মার্টফোন এখন আমাদের কাছে কোনো সম্পদের চেয়ে কম কিছু নয়! প্রথমত এটি সর্বক্ষণ ব্যবহার করা হয়, আবার এতে প্রচুর গুরুত্বপূর্ণ ডেটা সেভ থাকে। এদিকে সময়ের…

স্মার্টফোন এখন আমাদের কাছে কোনো সম্পদের চেয়ে কম কিছু নয়! প্রথমত এটি সর্বক্ষণ ব্যবহার করা হয়, আবার এতে প্রচুর গুরুত্বপূর্ণ ডেটা সেভ থাকে। এদিকে সময়ের সাথে সাথে ম্যালওয়্যার হামলাও বেড়েই চলেছে। সেক্ষেত্রে অনেকেই আছেন যারা ফোনটিকে সুরক্ষিত রাখতে বিভিন্নরকম অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন যে, ভারত সরকারেরও নিজস্ব অ্যান্টিভাইরাস অ্যাপ রয়েছে। হ্যাঁ, খুব কম মানুষই এই সরকারি অ্যাপ সম্পর্কে জানেন, কিন্তু অ্যাপটি খুবই কার্যকর। আসলে ভারত সরকারের সাইবার স্যানিটেশন সেন্টার (Cyber Sanitation Center) পরিচালিত eScan CERT-In Bot Removal নামক এই অ্যাপ বটনেট ক্লিনিং এবং ভাইরাস-ম্যালওয়্যার ডিটেক্টিংয়ের কাজ করে; এমনকি এটি বিনামূল্যে বটনেট রিমুভ করতেও সক্ষম। আসুন এখন eScan CERT-In Bot Removal অ্যাপটি সম্পর্কে বিশদে জেনে নিই।

ফোন সুরক্ষিত রাখতে কাজে আসবে এই সরকারি অ্যাপ

প্রথমেই বলে রাখি যে, ই-স্ক্যান সিইআরটি-ইন বট রিমুভাল অ্যাপটি একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তথা অ্যান্টিভাইরাস কোম্পানি এবং কম্পিউটার রেসপন্স টিম অফ ইন্ডিয়া (CERT-In) মিলে তৈরি করেছে। আপনারা গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে বিনামূল্যে এটি ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে অ্যাপটি যেকোনো ভুয়ো এবং স্প্যাম সাইট ভিজিট করা থেকে বিরত রাখবে।

এছাড়াও এই অ্যাপটি ফোন স্ক্যান করে তাতে ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা তা জানায় এবং কোনো বটকে রিমুভ করতে পারে। এখানেই শেষ নয়, অ্যাপটি ফোনে থাকা কোন অ্যাপ মাইক, ক্যামেরা, লোকেশন, মেসেজ, কল ইত্যাদি অ্যাক্সেস করছে সে বিষয়েও তথ্য দেবে।

তাই আপনারা যদি সন্দেহ করেন যে আপনার ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে, তাহলে ই-স্ক্যান সিইআরটি-ইন বট রিমুভাল অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এটি ডাউনলোড করার পর, আপনাকে ফোন সম্পূর্ণ স্ক্যান করতে হবে। উল্লেখ্য, চাইলে সরকারের ‘এম-কবচ ২’ (M-Kavach 2) অ্যাপটিও ব্যবহার করতে পারেন, এটিও গোপনীয়তা রক্ষায় বেশ কার্যকরী।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন