Royal Enfield Thunderbird 500 এর বিক্রি বন্ধ হলেও এখনও আভিজাত্যে সেরা, এই বাইরের ভাল-মন্দ জেনে নিন

650 Twins লঞ্চ হওয়ার আগে পর্যন্ত ৫০০ সিসির মোটরসাইকেল ছিল Royal Enfield এর ফ্লাগশিপ মডেল। আর সেই সময় Royal Enfield Thunderbird 500 অত্যন্ত জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেল…

650 Twins লঞ্চ হওয়ার আগে পর্যন্ত ৫০০ সিসির মোটরসাইকেল ছিল Royal Enfield এর ফ্লাগশিপ মডেল। আর সেই সময় Royal Enfield Thunderbird 500 অত্যন্ত জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেল হিসাবে পরিগণিত হত। বিশেষ করে মিডলওয়েট সেগমেন্টে বেশ কদর ছিল। বাইকটির ৫০০ সিসি ইঞ্জিন তার থাম্পিং সাউন্ড এবং মিড-রেঞ্জ পারফরম্যান্সের জন্য পরিচিত ছিল। ক্রুজার মডেল হওয়ার কারণে লং রাইডে যাওয়ার জন্য উপযুক্ত সঙ্গী হয়ে উঠেছিল। তবে দুর্ভাগ্যজনক ভাবে Royal Enfield Thunderbird 500 এর বিক্রি বন্ধ হয়ে গিয়েছে অনেকদিন হয়েছে। তবে সেকেন্ড-হ্যান্ড মার্কেটে এখনও বেশ জনপ্রিয় এটি। হাত-ফেরতা Thunderbird 500 কিনতে চাইলে জেনে নিন এর ভাল ও মন্দ দিকগুলি।

ভালো দিক:

রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড ৫০০ এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল লং ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন‌। সহজ ভাবে বললে অধিক শক্তিশালী পাওয়ারট্রেন অন্যতম প্লাস পয়েন্ট‌। ঘণ্টা প্রতি ১১০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই বাইক। তার সাথে মিড-রেঞ্জ পারফরমেন্স সত্যিই অনবদ্য। বাইকটির রাইডিং কমফোর্ট নিয়ে যাই বলা হোক কেন, তা কোনওভাবেই অত্যুক্তি করা হবে না। সামনে থাকা প্রজেক্টর লাইট ও পিছনের এলইডি টেললাইট বাইকটির আরও এক আকর্ষণীয় অংশ।

আবার উন্নততর সংস্করণ Thunderbird 500X পাওয়া গেলে অতিরিক্ত আধুনিক বৈশিষ্ট্য চোখে পড়বে। তবে পছন্দ যে যার ব্যক্তিগত বিষয়। আধুনিক ভার্সনে এবিএস-সহ স্টাইলিশ লুক ও ভাইব্রান্ট কালার থাকায় আমরা সেটিই কেনার পরামর্শ দেব। সাত থেকে আট বছরের পুরনো থান্ডারবার্ড ৫০০ এর দাম ১ লক্ষ থেকে ১.৩ লক্ষের মধ্যে পাওযা যায়। তবে বাইকটির অবস্থা দেখে দরদাম করে আরও কমে পাওয়া সম্ভব।

খারাপ দিক:

যে কথাটি দিয়ে আমরা এর ভালো দিকের ব্যাখ্যা শুরু করেছিলাম প্রকৃতপক্ষে সেটি এর খারাপ দিকও বটে। অর্থাৎ বেশি সিসির ইঞ্জিন হওয়ায় জ্বালানি সাশ্রয় ৩৫০ সিসি মডেলের তুলনায় অনেকটাই কম। যদিও তার খামতি ঢাকতে ২০ লিটারের পেট্রোল ট্যাংক রয়েছে। তাছাড়া, বাইকটির নানা যন্ত্রাংশ দামী‌। তাই পুরনো কোনো মডেল পছন্দ করার আগে ভালো করে দেখে নিন। উদাহরণস্বরূপ বলা যায়, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহজেই ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়। আর নতুন নিতে গেলে এখন ৭০০০ টাকার কাছাকাছি খরচ হতে পারে।

উপরন্তু বাইকটির ওজন ১৯৯ কেজি। ফলে শহরের ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়ে চালানোটা কষ্টসাপেক্ষ। যদিও হাইওয়েতে লং রাইডের ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। আবার একটা সময় রয়্যাল এনফিল্ডকে অনেকেই “হাতি পোসা”র সঙ্গে তুলনা করতেন। শুনতে হাস্যকর হলেও এর পেছনে যথেষ্ট কারণ আছে। বিশেষত পুরনো দিনের রয়্যাল এনফিল্ডের বাইকগুলিকে রক্ষণাবেক্ষণ করাটা যথেষ্ট খরচ সাপেক্ষ বটে। এমনকি আজকের দিনেও থান্ডারবার্ড ৫০০ সার্ভিস করাতে খুব দক্ষ মেকানিকের প্রয়োজন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন