Samsung কে নেটওয়ার্ক কিটে চীনা সরঞ্জাম ব্যবহার না করার নির্দেশ দিল Verizon

বিগত কয়েক মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে – তা আমাদের প্রায়ই সকলেরই জানা! ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যান হয়েছে চীনের জনপ্রিয়…

বিগত কয়েক মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে – তা আমাদের প্রায়ই সকলেরই জানা! ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যান হয়েছে চীনের জনপ্রিয় অ্যাপ Wechat, এছাড়াও খাঁড়া ঝুলছে টিকটকের ওপর। শুধু তাই নয়, ১৪ সেপ্টেম্বর থেকে আমেরিকায় ব্যবসা করতে পারছেনা চীনা স্মার্টফোন কোম্পানি Huawei। এমনকি তাদের টেলিকম সরঞ্জামকেও ব্যবহার করতে বারণ করা হয়েছে আমেরিকার টেলিকম কোম্পানিগুলিকে। আর এইসবের কারণে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung।

আমেরিকায় হুয়াওয়ে ব্যান হওয়ায় স্যামসাং স্মার্টফোনের বিক্রি যেমন বেড়েছে, তেমন আমেরিকার টেলিকম কোম্পানিগুলিও হুয়াওয়ের বদলে স্যামসাংয়ের সরঞ্জাম ব্যবহার করতে আগ্রহ দেখাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মার্কিন মুলুকে রেডিও সরঞ্জাম ও পরিষেবা সরবরাহের জন্য, স্যামসাং নেটওয়ার্ক ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম নেটওয়ার্ক ক্যারিয়ার Verizon-এর সাথে ৬.৬৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে।

এদিকে পাশাপাশি আজ আরেকটি রিপোর্টে বলা হয়েছে Verizon, নেটওয়ার্ক বিকাশের সরঞ্জাম তৈরিতে চীনা উপাদান ব্যবহার না করার জন্য Samsung-কে অনুরোধ করেছে। প্রসঙ্গত Samsung, দক্ষিণ কোরিয়ার ডেইডাক (Daeduck) ইলেক্ট্রনিক্সের পাশাপাশি চীনা কোম্পানি SCC এবং Wus-এর কম্পোনেন্ট বা PCB (প্রিন্টেড সার্কিট বোর্ড) ব্যবহার করে। খরচা বা ব্যয় কমাতেই চাইনিজ কোম্পানির কম্পোনেন্ট বেশি ব্যবহার করে সংস্থাটি।

সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার ভেন্ডররা স্যামসাংয়ের সাপ্লায়ার হিসেবে কাজ করতে আগ্রহী ছিলনা, কারণ এই জাতীয় অর্ডারগুলির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। শুধু তাই নয়, স্যামসাংও সস্তা দামে প্রয়োজনীয় কম্পোনেন্ট পেতে চীনা সংস্থাগুলিকেই বেশি পছন্দ করে। তবে শোনা যাচ্ছে, এবার দক্ষিণ কোরিয়ার আরেক পিসিবি নির্মাতা Isu Petasys, চীনা সাপ্লায়ারদের রিপ্লেস করে স্যামসাংয়ের সাথে কাজ করতে পারে। এমনিতে এই সংস্থাটি, মার্কিন সংস্থা সিসকো এবং জুনিপার নেটওয়ার্কের সাপ্লায়ার হিসেবে জনপ্রিয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন