রিচার্জ করলেই ক্যাশব্যাক, Vi এর ধামাকা অফারে ব্যাকফুটে জিও, এয়ারটেল

প্রিপেড গ্রাহকদের খুশি করতে Vodafone Idea (Vi) নিয়ে এল আরেকটি চমকপ্রদ অফার। ডাবল ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং নাইট আনলিমিটেড ডেটা চালু করার পর, Vi…

প্রিপেড গ্রাহকদের খুশি করতে Vodafone Idea (Vi) নিয়ে এল আরেকটি চমকপ্রদ অফার। ডাবল ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং নাইট আনলিমিটেড ডেটা চালু করার পর, Vi এখন ১৯৯ টাকার বেশি আনলিমিটেড রিচার্জে নিশ্চিত ক্যাশব্যাক দিচ্ছে। এই ক্যাশব্যাকের পরিমাণ আনলিমিটেড রিচার্জ প্যাকের মূল্যের সাথে পরিবর্তনশীল। উদাহরণস্বরূপ, ৪০০ টাকার নীচে রিচার্জ করলে ২০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার ৪০০ থেকে ৫৫৮ টাকার মধ্যে কোনো রিচার্জ প্ল্যানে ৪০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ২,৫৯৫ টাকা পর্যন্ত বাকি অন্য কোনো প্রিপেড প্ল্যানে ৬০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। কিন্তু এই ক্যাশব্যাক পাওয়ার জন্য একটি ন্যূনতম রিচার্জের প্রয়োজনীয়তাও রয়েছে। আসুন Vi অ্যাশিওরড ক্যাশব্যাক সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কীভাবে Vodafone Idea গ্রাহকরা আনলিমিটেড রিচার্জ প্ল্যানে নিশ্চিত ( অ্যাশিওরড) ক্যাশব্যাক পাবেন

এই অফারের ফায়দা নিতে একজন ভোডাফোন আইডিয়া প্রিপেড গ্রাহককে ৩১ মার্চের মধ্যে আনলিমিটেড কোনো প্ল্যান রিচার্জ করতে হবে। টেলকোটি এই অফারকে ‘মার্চ ফ্ল্যাশ সেল’ বলে অভিহিত করেছে। আপনি যদি ১৯৯ থেকে ৪০৫ টাকার মধ্যে (১৯৯, ২১৯, ২৪৯, ২৯৯, ৩০১, ৩৯৮, ৪০১, ৪০৫ টাকা) যে-কোনো একটি আনলিমিটেড কম্বো প্ল্যান রিচার্জ করেন, তাহলে ২০ টাকার একটি ক্যাশব্যাক কুপন পাবেন।

যদি আপনার রিচার্জ ভ্যালু ৩৯৯ থেকে ৫৫৮ টাকার মধ্যে হয় (৩৯৯, ৪৪৯, ৪৯৯, ৫৫৫, ৫৫৮ টাকা), তাহলে Vi আপনাকে একটি ৪০ টাকার ক্যাশব্যাক কুপন দেবে। এছাড়া, যদি ২,৫৯৫ টাকার মধ্যে অন্য কোনো মূল্যের রিচার্জ করেন, তাহলে ক্যাশব্যাক ভ্যালু হবে ৬০ টাকা।

সোজাভাবে বললে, ভোডাফোন আইডিয়া ২৮ দিন মেয়াদের প্ল্যানে ২০ টাকা, ৫৬ দিনের প্ল্যানে ৪০ টাকা এবং কমপক্ষে ৮৪ দিনের প্ল্যানে ৬০ টাকার ক্যাশব্যাক দেবে।

তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী প্রযোজ্য। প্রতিটি সফল রিচার্জের ক্ষেত্রে এই ক্যাশব্যাক কুপন রূপে পাওয়া যাবে, যা ১০ এপ্রিল, ২০২১-এর আগে ক্রেডিট হবে। ২০ টাকার ক্যাশব্যাক কুপনটির ক্ষেত্রে ক্রেডিটের দিন থেকে ৩০ দিন পর্যন্ত এর মেয়াদ জারি থাকবে; একইভাবে ৪০ ও ৬০ টাকার কুপনের মেয়াদ যথাক্রমে ৬০ ও ৯০ দিন।

এই ক্যাশব্যাক কুপন Vi অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। সবশেষে বলা বাহুল্য , ২০ টাকার ক্যাশব্যাক কুপন কমপক্ষে ২৪৯ টাকার রিচার্জের জন্য ব্যবহার করা যাবে। ৪০ টাকার ও ৬০ টাকার ক্যাশব্যাক কুপন ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম রিচার্জের মূল্য হতে হবে যথাক্রমে ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন