আনলিমিটেড ডেটা ও কল সহ Vi আনল নতুন ইন্টারন্যাশনাল প্ল্যান, দাম শুরু ৫৯৯ টাকা থেকে

সোমবার ইউজারদের জন্য সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক বাজারে আনলো ভোডাফোন আইডিয়া লিমিটেড বা সংক্ষেপে ভিআই (Vi)।...
SUPARNAMAN 24 May 2022 10:52 AM IST

সোমবার ইউজারদের জন্য সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক বাজারে আনলো ভোডাফোন আইডিয়া লিমিটেড বা সংক্ষেপে ভিআই (Vi)। ন্যূনতম ৫৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকা খরচের বদলে Vi গ্রাহকেরা নতুন প্যাকগুলি রিচার্জ করতে পারবেন। ভ্রমণ, কাজ বা অন্য যে অপর কোনও উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়লে উক্ত নতুন আন্তর্জাতিক রোমিং বিকল্পগুলি গ্রাহকদের জন্য বেশ লাভজনক হতে পারে। তাই দেরি না করে আসুন Vi -এর আলোচ্য রোমিং প্যাকগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

৫৯৯ থেকে ৫,৯৯৯ টাকা মূল্যের নবাগত Vi রোমিং প্যাক রিচার্জের সুবিধা

আগেই উল্লেখ করেছি যে, Vi -এর নবাগত রোমিং রিচার্জ প্যাকগুলি ৫৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকা মূল্যের মধ্যে উপলব্ধ। এরা গ্রাহকদের ২৪ ঘন্টা থেকে পুরো ২৮ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। সংযুক্ত আরব আমিরশাহী (UAE), গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড ও ব্রাজিলে গমনকারীরা আলোচ্য নয়া প্যাক রিচার্জ করলে লাভবান হবেন। ভিআইয়ের নতুন পোস্টপেইড রোমিং প্যাকগুলি 'Always On' সুবিধার সঙ্গে আগত। সুতরাং এদের বেছে নিলে বিদেশে থাকাকালীন ভিআই ইউজারদের টেলিকম পরিষেবা ব্যবহারের জন্য চড়া মাশুল শোধ করতে হবে না। শুধু এটুকুই নয়, এমনকি প্যাকের সাবস্ক্রিপশন ফুরিয়ে গেলেও ইউজারেরা সাধারণ খরচে পরিষেবা উপভোগ করতে পারবেন।

এছাড়া সোমবার লঞ্চ হওয়া পোস্টপেইড রোমিং প্যাক রিচার্জের ফলে Vi গ্রাহকেরা বিদেশে উপস্থিতিকালেও সম্পূর্ণ অফুরন্ত ডেটা খরচ ও ভয়েস কল করতে পারবেন। ২৪ ঘন্টা বা ২৮ দিনের মেয়াদে তারা এহেন পরিষেবার লাভ ওঠাতে সমর্থ হবেন।

উল্লেখ্য, স্থানীয় পরিষেবা প্রদানকারীদের সহায়তায় ভিআই বর্তমানে দুনিয়ার ৮১টি দেশে রোমিং পরিষেবা পৌঁছে দিয়ে থাকে। তাই দেশের বাইরে থাকাকালীন টেলিকম পরিষেবা অব্যাহত রাখতে গ্রাহকেরা নতুন ভিআই রোমিং প্যাকগুলি রিচার্জ করতে পারেন। এরা অলওয়েজ অন ফিচার সহ আগত যার সুবিধা আমরা আগেই উল্লেখ করেছি। তবু উদাহরণ হিসেবে ধরা যাক একজন ইউজার ৭ দিনের ভিআই রোমিং প্যাক রিচার্জ করেছেন।

সেক্ষেত্রে প্যাকের সাবস্ক্রিপশন ফুরোনোর পরেও যদি তাকে ভয়েস কলিং ও ডেটা খরচ চালিয়ে যেতে হয়, তবে নবাগত বিকল্পগুলির আওতায় ইউজারকে কোনও বাড়তি চার্জ পরিশোধ করতে হবে না। ৫৯৯ টাকার ইউসেজ ভ্যালু (Usage Value) অতিক্রম না করা পর্যন্ত গ্রাহকেরা এভাবে সাধারণ খরচে পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। কিন্তু ইউসেজ ভ্যালু ৫৯৯ টাকা অতিক্রম করলেই প্রতি ১ দিন অতিরিক্ত রোমিং সুবিধা ব্যবহারের জন্য ইউজারকে ৫৯৯ টাকা খরচ করতে হবে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্য সব দিক বিচার করলে আলোচ্য নতুন Vi প্যাক রিচার্জ করলে গ্রাহকের ঠকার সম্ভাবনা নেই বললেই চলে।

Show Full Article
Next Story