Vi data delight: বিনামূল্যে অতিরিক্ত ২ জিবি ডেটা, Vodafone Idea আনল দারুন অফার

এই মুহূর্তে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi তাদের বিভিন্ন প্রিপেইড প্ল্যানের সাথে...
SUPARNAMAN 19 May 2022 4:31 PM IST

এই মুহূর্তে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi তাদের বিভিন্ন প্রিপেইড প্ল্যানের সাথে গ্রাহকদের এমন কিছু সুবিধা প্রদান করে থাকে, যেগুলি Jio বা Airtel -এর কোনও রিচার্জ বিকল্পের সাথে উপলব্ধ নয়। Vi -এর এহেন বাড়তি সুবিধার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল অত্যন্ত লাভজনক 'Hero Unlimited' অফার। উক্ত অফারের সাথে আগত প্ল্যানগুলি রিচার্জ করলে ভিআই গ্রাহকেরা মোট তিনটি অতিরিক্ত সুবিধা, যথা - Weekend Data Rollover, Binge All Night এবং Data Delights -এর লাভ ওঠাতে পারেন। এদের মধ্যে শেষোক্ত Data Delights অফারটির সুবিধা পেতে হলে Vi ব্যবহারকারীকে নিজে থেকেই উদ্যোগী হতে হবে। কেননা রিচার্জের সাথে নেহাতই স্বয়ংক্রিয়ভাবে এই অফার সক্রিয় হয়না। সেক্ষেত্রে ঠিক কিভাবে এই অফার সচল (Activate) করা যাবে, বর্তমান প্রতিবেদনে আমরা সেকথা আলোচনা করবো।

Vi Data Delights অফার সক্রিয় করতে যা করবেন

প্রথমেই বলে রাখি, ডেটা ডিলাইটস অফার কার্যকর হলে ভিআই ইউজারগণ প্ল্যানের প্রাত্যহিক ডেটা সুবিধার বাইরেও অতিরিক্ত হিসেবে মাসিক ২ জিবি (GB) ডেটা খরচের সুযোগ পাবেন। এজন্য আগ্রহীকে কোনও বাড়তি অর্থ পরিশোধ করতে হবেনা। তবে এক্ষেত্রে নির্দিষ্ট প্ল্যান রিচার্জের পর ভিআই গ্রাহককে '১২১২৪৯' নম্বরে কল করে আলোচ্য অফারটি সক্রিয় করে নিতে হবে। এর অন্যথায় তারা দৈনিক ডেটা খরচের বাইরে প্রতি মাসে অতিরিক্ত ২ জিবি ডেটা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

উল্লেখ্য, ডেটা ডিলাইটস ছাড়াও Vi হিরো আনলিমিটেড অফারের অন্তর্গত উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা হিসেবে গ্রাহক সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা সপ্তাহান্তে ব্যবহার করতে পারবেন। এছাড়া বিঞ্জ অল নাইট সুবিধার কারণে তারা রাত্রি ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন পুরো আনলিমিটেড ডেটা খরচের সুবিধা পান। আগেই উল্লেখ করেছি যে বর্তমানে অন্য কোনও সংস্থা গ্রাহকদের এজাতীয় সুবিধা প্রদান করেনা।

৮২ টাকার নতুন অ্যাড-অন প্যাক বাজারে নিয়ে এল Vi

আজ্ঞে হ্যাঁ, অতি সম্প্রতি Vi এই আলোচ্য প্ল্যানটি বাজারে এনেছে। ৮২ টাকা মূল্যের সাথে আগত এই অ্যাড-অন প্যাক রিচার্জ করলে ভোডাফোন আইডিয়া ইউজারেরা ১৪ দিনের মেয়াদে সম্পূর্ণ ৪ জিবি ডেটা খরচ এর সুবিধা পাবেন। এছাড়া নবাগত এই প্ল্যান ২৮ দিনের SonyLIV Premium সাবস্ক্রিপশন সহ এসেছে। সুতরাং, এহেন সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকেরা SonyLIV প্ল্যাটফর্ম থেকে তাদের পছন্দের একাধিক কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশেষ করে এর মাধ্যমে ক্রীড়াপ্রেমীরা অনায়াসে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা, ইউএফসি এবং অন্যান্য আরও অসংখ্য প্রতিযোগিতার মজা লুটতে পারবেন, যা এই প্ল্যানের অন্যতম আকর্ষণীয় দিক।

Show Full Article
Next Story