Vi 409 475: ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য সুখবর, দুটি প্ল্যানে এল সুবিধাজনক বদল

এমনিতে মূল্যবৃদ্ধি যেভাবে মানুষের রোজনামচার সাথে জড়িয়ে গেছে, তাতে অনেকেই খরচের চোটে নাভিশ্বাস ফেলছেন। দাম বাড়ার প্রকোপ...
Anwesha Nandi 14 July 2022 10:02 PM IST

এমনিতে মূল্যবৃদ্ধি যেভাবে মানুষের রোজনামচার সাথে জড়িয়ে গেছে, তাতে অনেকেই খরচের চোটে নাভিশ্বাস ফেলছেন। দাম বাড়ার প্রকোপ থেকে বাদ যাচ্ছে না রিচার্জ প্ল্যানও, বিভিন্ন টেলিকম কোম্পানিই এখন তাদের প্ল্যানের দাম বাড়াচ্ছে বা বেনিফিট কমাচ্ছে। সেক্ষেত্রে কার্যত চলতি ধারার বিপরীত পথে হেঁটে, নিজের ৫০০ টাকার কম দামি দুটি প্ল্যানে পরিবর্তন করল Vi (ভিআই) বা Vodafone Idea (ভোডাফোন আইডিয়া)। মূলত গ্রাহকদের আকৃষ্ট করার উদ্দেশ্যেই সংস্থাটি তার ৪০৯ টাকা এবং ৪৭৫ টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধায় বদল এনেছে। এখন ঠিক কী কী বেনিফিট পাওয়া যাবে Vi-এর এই দুটি প্ল্যানে? আসুন দেখে নিই।

Vi-এর ৪০৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

আগে ভোডাফোন আইডিয়ার ৪০৯ টাকা মূল্যের প্রিপেইড প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যেত, কিন্তু এখন এটি প্রতিদিন ৩.৫ জিবি ডেটা অফার করবে। এছাড়াও এতে রোজ ১০০টি করে এসএমএস এবং ফ্রি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে ভ্যালিডিটির ক্ষেত্রে প্ল্যানটি গ্রাহকদের ততটাও সন্তুষ্ট না করতে পারে, কারণ এর বৈধতা ৮৪ দিন থেকে কমিয়ে ২৮ দিন ধার্য করেছে সংস্থা।

এই প্রসঙ্গে বলে রাখি, ৪০৯ টাকা প্ল্যানটি রিচার্জ করা গ্রাহকদের যদি ধার্য এসএমএসের সুবিধা শেষ হয়ে যায় তাহলে তাদের লোকাল এসএমএসের জন্য ১ টাকা এবং এসটিডি (STD) এসএমএসের ক্ষেত্রে ১.৫ টাকা চার্জ করা হবে। এদিকে অন্যান্য বেনিফিট হিসেবে এই সংশোধিত প্ল্যানে 'বিঞ্জ অল নাইট' (Binge All Night benefit) অপশন অর্থাৎ রাত ১২টা থেকে সকাল ৬টা অবধি সময়ে ফ্রি ডেটা ব্যবহারের সুবিধা, উইকএন্ড ডেটা রোলওভার এবং Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।

Vi-এর ৪৭৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

সংস্থার ৪৭৫ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। এটিতে এখন ৪ জিবি ডেইলি ডেটা পাওয়া যাবে, যেখানে আগে এটি রোজ ৩ জিবি ডেটা অফার করত। অন্যান্য সুবিধার কথা বললে, এই প্ল্যানে ৪০৯ টাকার প্ল্যানের অনুরূপ কলিং বা এসএমএস বেনিফিট, বিঞ্জ অল নাইট, উইকএন্ড ডেটা রোলওভার এবং সংস্থার বিনোদন অ্যাপের অ্যাক্সেস মিলবে।

Show Full Article
Next Story