Vi 29: ইন্টারনেট ডেটা সুবিধা সহ ভোডাফোন আইডিয়া আনল ২৯ টাকার ও ৩৯ টাকার প্ল্যান

স্বল্প খরচের ডেটা ভাউচার খুঁজছেন? তবে আপনার জন্য দেশের ৩য় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi নতুন দুটি ডেটা ভাউচার নিয়ে হাজির, যেগুলি…

স্বল্প খরচের ডেটা ভাউচার খুঁজছেন? তবে আপনার জন্য দেশের ৩য় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi নতুন দুটি ডেটা ভাউচার নিয়ে হাজির, যেগুলি 4G ব্যবহারকারীদের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট উপযুক্ত হতে পারে। এই দুই ডেটা ভাউচারের মূল্য ২৯ টাকা ও ৩৯ টাকা। আসুন প্ল্যান দুটির বেনিফিট জেনে নেওয়া যাক।

Vodafone Idea বা Vi আনল ২৯ ও ৩৯ টাকার দুটি নতুন ডেটা ভাউচার প্যাক

অতি অল্প মেয়াদে ইউজারদের সাময়িক ডেটা চাহিদা মেটানোর জন্য Vi সদ্য ২৯ এবং ৩৯ টাকার দুটি নতুন রিচার্জ বিকল্প বাজারে এনেছে। গ্রাহকেরা এদের সাথে এককালীন হিসেবে জরুরি অবস্থায় প্রয়োজন পূরণের উপযুক্ত ডেটা পেয়ে যাবেন। এই নতুন দুই প্ল্যানের সঙ্গে আগত সুবিধার কথা নিচে উল্লেখ করা হল।

Vi -এর নতুন দুই ডেটা ভাউচারের সুবিধা

২৯ টাকার নতুন 4G ডেটা ভাউচার রিচার্জ করলে Vi গ্রাহকেরা সর্বমোট ২ জিবি (GB) ডেটা খরচের সুযোগ পাবেন। Vi -এর এই নতুন রিচার্জ প্ল্যান ২ দিনের ভ্যালিডিটি সহ এসেছে।

অন্যদিকে ৩৯ টাকার বিনিময়ে আগত নয়া Vi ডেটা ভাউচার মোট ৭ দিনের পরিষেবা মেয়াদ প্রদান করবে। এর সাথে ইউজারেরা পুরো ৩ জিবি ডেটা খরচের সুবিধা পাবেন।

তবে উল্লেখযোগ্য ব্যাপার হল, এখনই সব সার্কেলের ভিআই গ্রাহকেরা উপরোক্ত দুই প্ল্যানের সুবিধা গ্রহণ করতে পারবেন না। কারণ বর্তমানে ২৯ ও ৩৯ টাকার প্ল্যানদুটি ভোডাফোন আইডিয়া কেবলমাত্র তাদের গুজরাট সার্কেলের গ্রাহকদের জন্য সামনে এনেছে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই টেলকোর অন্যান্য সার্কেলেও প্ল্যানদ্বয়ের আবির্ভাব ঘটবে। তখন সব Vi গ্রাহকেরাই নির্দ্বিধভাবে এই প্ল্যানদুটির সুবিধা নিতে পারবেন বলে আমাদের ধারণা।

৯৮, ১৯৫ এবং ৩১৯ টাকা মূল্যে আরো তিন নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো Vi

প্রসঙ্গত জানিয়ে রাখি, উপরোক্ত দুই ডেটা ভাউচার ছাড়াও Vi সম্প্রতি আরও তিনটি নতুন প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এই প্ল্যানগুলির মূল্য যথাক্রমে ৯৮, ১৯৫ এবং ৩১৯ টাকা।

৯৮ টাকার নতুন প্ল্যান রিচার্জ করলে Vi গ্রাহকেরা ১৫ দিনের ভ্যালিডিটিতে মোট ২০০ এমবি ডেটা খরচের পাশাপাশি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন।

আবার ১৯৫ টাকার প্ল্যান বেছে নিলে ৩১ দিনের ভ্যালিডিটিতে মোট ২ জিবি ডেটা এবং ৩০০ এসএমএস খরচের সাথেই পাওয়া যাবে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ।

এছাড়া ৩১৯ টাকার প্ল্যান রিচার্জ করলে Vi গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পেয়ে যাবেন।

পরিশেষে বলা প্রয়োজন, Airtel -এর পথে হেঁটে Vodafone Idea সম্প্রতি তাদের বিভিন্ন পোস্টপেইড প্ল্যানের সাথে উপলব্ধ Amazon Prime সাবস্ক্রিপশনের মেয়াদ ৬ মাস কমিয়ে দিয়েছে। এর ফলে টেলকোর সাধারণ পোস্টপেইড প্ল্যান, ফ্যামিলি প্ল্যান, এমনকি RedX প্ল্যানের সাথে এবার থেকে সারা বছরের পরিবর্তে ৬ মাসের Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে।