Nokia-র সাথে জুটি বেঁধে 5G VoNR পরীক্ষায় ব্যাপক সাফল্য পেল Vodafone Idea
প্রযুক্তিগত সহায়ক Nokia -কে সঙ্গে নিয়ে 5G Voice Over New Radio বা সংক্ষেপে VoNR সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষায় দারুণ...প্রযুক্তিগত সহায়ক Nokia -কে সঙ্গে নিয়ে 5G Voice Over New Radio বা সংক্ষেপে VoNR সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষায় দারুণ সাফল্য পেলো দেশের অন্যতম প্রধান বেসরকারি টেলকো ভোডাফোন আইডিয়া (Vi)। সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে উক্ত পরীক্ষাটি চালানো হয়। এতে উল্লেখযোগ্য সাফল্যের ফলে ভবিষ্যতে Vi গ্রাহরা সংস্থার তরফ থেকে উচ্চমানের 5G ভয়েস কলিং অভিজ্ঞতা পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।
5G VoNR ছাড়াও Vi এবং Nokia 5G Core, Airscale 5G RAN এবং IP Media Subsystem (IMS) ভয়েস কোর প্রযুক্তি ব্যবহারের উপরে জোর দিয়েছে। এগুলি অপেক্ষাকৃত নিম্ন ল্যাটেন্সি এবং স্থায়িত্ব সম্পন্ন 5G নেটওয়ার্কের অধীনে গ্রাহকদের উন্নত কোর অভিজ্ঞতা প্রদান করবে। ডেটা এবং ভয়েস উভয় ধরনের পরিষেবার ক্ষেত্রেই আলোচ্য প্রযুক্তি কার্যকর হবে।
সাধারণ ও এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত 5G পরিষেবা সরবরাহের আশ্বাস
এদিকে ভোডাফোন আইডিয়ার চীফ টেকনোলজি অফিসার বা সিটিও (CTO) জগবীর সিংহের মতে সাধারণ গ্রাহকের পাশাপাশি ডিজিটাল এন্টারপ্রাইজগুলিকে অপেক্ষাকৃত ভালো মানের নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদানের জন্য 5G নিয়ে তারা নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। এক্ষেত্রে সর্বাধিক দ্রুতগতির ডাউনলোড স্পীড ছাড়াও তিনি VoNR প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক সাফল্য অর্জনের কথা উল্লেখ করেছেন। এসবের ফলে Vi 5G কানেকশন গ্রাহকেরা আগামীদিনে ব্যাপক লাভবান হবেন বলে তার বক্তব্য।
প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রের পুুনে শহরে Erricsson -এর সঙ্গে যৌথভাবে ভিআই (Vi) 5G নেটওয়ার্ক সংক্রান্ত অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আলোচ্য টেলকো জানিয়েছে যে স্পেক্ট্রাম নিলাম সম্পন্ন হলে তারা দেশের আলাদা আলাদা প্রান্তে 5G পরিষেবা সরবরাহের জন্য তৈরী।
কবে হবে 5G স্পেক্ট্রাম নিলাম জানালো সরকার
পরিশেষে জানিয়ে রাখি, সরকারের তরফে এখনো পর্যন্ত 5G স্পেকট্রাম নিলামের দিনক্ষণ জানানো হয়নি। এক্ষেত্রে টেলিকম সেক্রেটারি কে রাজারামন সম্প্রতি জানিয়েছেন যে চলতি বছরের মার্চ মাস নাগাদ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) নিলাম সম্পর্কে তাদের পরামর্শ পেশ করবে। এরপর মাস দুয়েকের মধ্যেই স্পেক্ট্রাম নিলামের আয়োজন করা হবে বলে রাজারামনের বক্তব্য।