২০০ টাকার কমে সারামাস আনলিমিটেড কল, Vodafone Idea গ্রাহকরা রিচার্জ করুন এই প্ল্যান

রিচার্জ প্ল্যানের ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল? সস্তায় সারা মাসের ভ্যালিডিটি প্রদানকারী প্ল্যান খুঁজছেন? তবে আপনার...
SUPARNAMAN 4 July 2022 11:08 AM IST

রিচার্জ প্ল্যানের ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল? সস্তায় সারা মাসের ভ্যালিডিটি প্রদানকারী প্ল্যান খুঁজছেন? তবে আপনার জন্য আমাদের কাছে এমন এক অফারের খোঁজ রয়েছে, যা আপনার মাসিক রিচার্জ খরচকে এক ধাক্কাতেই ২০০ টাকার নিচে কমিয়ে আনবে। তবে এই অফারের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই Vodafone Idea বা Vi -এর গ্রাহক হতে হবে। অন্যান্য টেলকোর (যথা- Jio, Airtel) গ্রাহকেরা এই প্ল্যানের সুফল লাভ থেকে বঞ্চিত হবেন।

আজ্ঞে হ্যাঁ, আজ এই প্রতিবেদনে আমরা দেশের তৃতীয় প্রধান টেলিকম অপারেটর Vi -এর এমন একটি প্ল্যানের কথা উল্লেখ করবো, যা সেকেন্ডারি সিম ব্যবহারকারীদের জন্য বেশ লাভজনক হতে পারে। প্ল্যানটি বেছে নিতে হলে Vi গ্রাহকদের মাসে মাত্র ১৯৬ টাকা ব্যয় করতে হবে, যার পরিবর্তে তারা একগুচ্ছের সুযোগ-সুবিধা লাভ করবেন।

৯৮ টাকার Vi প্রিপেইড প্ল্যান

এতক্ষণ ধরে আমরা ভিআই (Vi) -এর যে প্ল্যানের কথা পাঠকদের সামনে তুলে ধরতে চাইছি তা মাত্র ৯৮ টাকার বিনিময়ে রিচার্জ করা সম্ভব। এই প্ল্যান ১৫ দিনের পরিষেবা মেয়াদে বাজারে এসেছে। সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হলে ১৫ দিন পর গ্রাহকেরা পুনরায় এই প্ল্যান বেছে নিতে পারেন। এভাবে মাসে দুইবার ৯৮ টাকার প্ল্যান রিচার্জ করে তারা ২০০ টাকারও কম খরচে (৯৮+৯৮=১৯৬) যাবতীয় টেলিকম পরিষেবার সুফল ভোগ করতে পারবেন।

সুবিধার কথা বলতে গেলে ৯৮ টাকার Vi প্ল্যান রিচার্জের ফলে একজন ইউজার যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট লাভ করবেন। এছাড়া আলোচ্য প্ল্যানের সঙ্গে মোট ২০০ এমবি (MB) ডেটা খরচ এর সুযোগ পাওয়া যাবে। অবশ্য এই প্ল্যান কোন এসএমএস বেনিফিটের সাথে উপলব্ধ নয়।

সুতরাং এটা স্পষ্ট যে উপরের প্ল্যান রিচার্জ করলে সাশ্রয়ী মূল্যের টেলিকম পরিষেবার সুফল লাভ করা সম্ভব। তবে এই প্ল্যান সব ধরনের গ্রাহকের জন্য উপযোগী নয়। বরং যাদের ডেটা প্রয়োজন অল্প, যেমন বাড়ির প্রবীণ সদস্য এবং সেকেন্ডারি ইউজারদের জন্য আলোচ্য প্ল্যানটি সস্তায় পুষ্টিকর হতে পারে।

Show Full Article
Next Story