Sale: ফোন, টিভি, ল্যাপটপ সবকিছু সস্তা! কাল থেকে এখানে শুরু হচ্ছে 'মহাবাঁচত্' সেল
আপনি কি এই শীতের মরসুমে স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স জাতীয় কোনো নতুন প্রোডাক্ট কেনার কথা ভাবছেন? তবে...আপনি কি এই শীতের মরসুমে স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স জাতীয় কোনো নতুন প্রোডাক্ট কেনার কথা ভাবছেন? তবে আপনার চাই একটু সাশ্রয়ী অফারের সন্ধান? তাহলে কিন্তু আমাদের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! কারণ আগামীকাল থেকে জনপ্রিয় ই-কমার্স পোর্টাল Vijay Sales-এ এইরকম সমস্ত প্রোডাক্টই সস্তায় মিলবে। আসলে, Vijay Sales ঘোষণা করেছে যে কাল মানে ২৫শে নভেম্বর থেকে তারা মার্কিনি আদলে 'Black Friday Sale' দেবে। এই বিক্রয়পর্ব চলবে ২৭শে নভেম্বর পর্যন্ত, যেখানে তিনদিন ধরে আগ্রহীরা ফোন, ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক্স কিংবা স্মার্টওয়াচ জাতীয় অ্যাক্সেসরিজে অফার বা ডিসকাউন্ট পাবেন। আসুন এখন Vijay Sales-এর Black Friday Sale সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই…
Vijay Sales পরিচালিত Black Friday Sale-এর অফার
ব্ল্যাক ফ্রাইডে সেলে বিজয় সেলস এন্ট্রি-লেভেল ল্যাপটপগুলি ২৪,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি করবে। এক্ষেত্রে প্রিমিয়াম বা কনভার্টিবল ল্যাপটপ কিনতে গেলে নূন্যতম ৩৬,৯৯০ টাকা ব্যয় করতে হবে, যেখানে গেমিং ল্যাপটপের দাম শুরু হবে ৫৩,৬৯০ টাকা থেকে। একইভাবে সেলে ট্যাবলেটের প্রারম্ভিক মূল্য হবে মাত্র ৯,৪৯৯ টাকা। অন্যদিকে স্মার্টওয়াচের ক্ষেত্রে ১,৫৯৯ টাকা থেকে কেনাকাটা শুরু করা যাবে।
এছাড়া ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন টিভি কেনার জন্য নূন্যতম খরচ হবে ১০,৯৯০ টাকা। আবার কেউ অডিও সিস্টেম কিনতে চাইলে তাকে কমপক্ষে ৩,২৯৯ টাকা দাম দিতে হবে। সেলে পোর্টেবল স্পিকার পাওয়া যাবে ৯৯৯ টাকা থেকে।
এই ব্যাংকের কার্ডে মিলবে অতিরিক্ত ডিসকাউন্ট
ব্যাংক অফারের কথা বললে, ব্ল্যাক ফ্রাইডে সেলে এইচডিএফসি (HDFC) ব্যাংক, আইসিআইসিআই (ICICI) ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra) ব্যাংকের কার্ড ব্যবহার করে ৩,০০০ টাকা পর্যন্ত কেনাকাটা করলে ৭.৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে ইয়েস (Yes) ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ১৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের ইএমআই লেনদেনের ওপর ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (২,০০০ টাকা পর্যন্ত) পাবেন, যেখানে আরবিএল (RBL) ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা একই মানের ইএমআই বা নন-ইএমআই ট্রানজাকশনের ওপর পাবেন ২,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড়। এখানেই শেষ নয়, ব্যাংক অফ বরোদা (Bank of Baroda)-র ক্রেডিট কার্ডধারীরাও ৪০,০০০ টাকা বা তার বেশি মূল্যের ইএমআই লেনদেনে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (২,৫০০ টাকা পর্যন্ত) পেতে সক্ষম হবেন। আবার রুপে (RuPay)-এর ক্রেডিট কার্ড থাকলে সেলে নন-ইএমআই ট্রানজাকশনের ওপর ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
এই প্রসঙ্গে বলে রাখি, বিজয় সেলস 'MyVs' নামে একটি লয়্যালটি প্রোগ্রাম অফার করে, যাতে দোকান এবং অনলাইন ওয়েবসাইট থেকে কেনাকাটার দরুন ক্রেতারা ০.৭৫% লয়্যালটি পয়েন্ট পুরষ্কার হিসেবে পেয়ে থাকেন। এক্ষেত্রে প্রতিটি পয়েন্টের ভ্যালু ১ টাকার সমতুল্য। তাই আপনারা প্ল্যাটফর্মটিতে কোনো প্রোডাক্ট কেনার সময় এই ফায়দাও কাজে লাগাতে পারবেন।