ক্যামেরার অংশ ড্রোনের মত উড়বে, Vivo-র ফ্লাইং ক্যামেরা ফোনের পেটেন্ট ফাঁস

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন নির্মাতাই, প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। আবার এই ফোনগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য সংস্থাগুলি এমন সব অনন্য ফিচার সরবরাহ করছে, যাতে…

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন নির্মাতাই, প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। আবার এই ফোনগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য সংস্থাগুলি এমন সব অনন্য ফিচার সরবরাহ করছে, যাতে সাধারণ মানুষের মনে বিস্ময় উৎপন্ন হওয়া অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে সেকেন্ডারি ডিসপ্লে, আন্ডার-ডিসপ্লে ক্যামেরা বা রোটেটিং ক্যামেরার ধারণার পর এবার যে চাঞ্চল্যকর ক্যামেরা ফিচারের কথা সামনে এসেছে – সে সম্পর্কে জানলে পাঠকদের চোখ, কপাল ছাড়িয়ে তালুতে উঠে যেতে পারে! কারণ রিপোর্ট বলছে, এবার স্মার্টফোনে দেখা যেতে চলেছে ফ্লাইং অর্থাৎ উড়ন্ত ক্যামেরা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আসলে সম্প্রতি নেটদুনিয়ায় Vivo (ভিভো)-র একটি নতুন ফোনের পেটেন্ট প্রকাশিত হয়েছে, যা দেখে মনে হচ্ছে জনপ্রিয় সংস্থাটি সম্ভবত ডিটাচেবল ফ্লাইং ক্যামেরা (detachable flying camera) নিয়ে যা কাজ করছে। আর এমনটা সত্যি হলে, চীনা ব্র্যান্ডটি বিচ্ছিন্ন ক্যামেরা মডিউলসহ একটি ডিভাইস চালু করতে পারে যার ক্যামেরা অংশ ড্রোনের মতো উড়তে সক্ষম হবে।

Vivo আনতে পারে ফ্লাইং ক্যামেরার মত অকল্পনীয় ফিচারযুক্ত ফোন

vivo-smartphone-flying-camera
Photo Credit: LetsGoDigital

লেটসগোডিজিটালের (LetsGoDigital)-এর প্রতিবেদন অনুযায়ী, ভিভো, গত বছরেই WIPO (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস)-তে এই পেটেন্ট ফাইল করেছিল যা গতকাল অর্থাৎ ১লা জুলাই সামনে এসেছে। এক্ষেত্রে পেটেন্টে প্রকাশিত ছবিগুলি দেখে মনে হচ্ছে যে, এটি একটি আধুনিক স্মার্টফোনের ডিজাইন যার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিছিন্ন উড়ন্ত ক্যামেরা পপআপ।

এই বিচ্ছিন্ন ক্যামেরা মডিউল সম্পর্কে বললে, উড়ন্ত ক্যামেরাটি চারটি প্রোপেলর স্পোর্ট করবে যা এটিকে উড়তে সক্ষম করে তোলে। অন্যদিকে এটির জন্য হ্যান্ডসেটের মূল ব্যাটারি থেকে পৃথক একটি ব্যাটারি প্যাক এবং বডিতে দুটি ক্যামেরা সেন্সর থাকবে। উড়ন্ত ক্যামেরার আরো একটি আকর্ষণীয় দিক হল মডিউলে বিদ্যমান দুটি ইনফ্রারেড সেন্সর। এই সেন্সরগুলি বিভিন্ন কাজ সম্পাদন করে বিশেষ ক্যামেরাটিকে নিয়ন্ত্রণে রাখবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে এই উড়ন্ত ক্যামেরাটি ব্যবহৃত না হলে তা হ্যান্ডসেটের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে।

সুতরাং ধরে নেওয়া যায়, এই বিশেষ উড়ন্ত ক্যামেরাটিতে একটি স্বয়ংক্রিয় ফলো মোড ফিচার থাকবে যা ইউজারের গতিবিধি অনুসরণ করবে। আবার এটি এয়ার জেসচারগুলিও সমর্থন করতে পারে। পেটেন্ট ডিজাইন দেখে বলা যায়, এটি অনেকটা Air Pix (এয়ার পিক্স) নামক ফ্লাইং ক্যামেরা প্রোডাক্টের অনুরূপ হবে। তাছাড়া এই ডিভাইসটির আকার হবে ১০ সেন্টিমিটারেরও বেশি।

এখন দেখার ভিভো এ ধরনের কোনো ফোন বাস্তবে লঞ্চ করে কিনা। কারণ অনেক ক্ষেত্রে কোম্পানিগুলি পেটেন্ট ফাইল করলেও, ডিভাইসগুলি বাজারে আনে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন