আপনার Vivo স্মার্টফোনে কখন আসছে Android 12 নির্ভর FunTouch OS 12 আপডেট দেখে নিন
কয়েকদিন আগেই Google তাদের Pixel 6 সিরিজের সাথে লঞ্চ করেছে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, Android 12। এরপর থেকেই...কয়েকদিন আগেই Google তাদের Pixel 6 সিরিজের সাথে লঞ্চ করেছে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, Android 12। এরপর থেকেই বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের ডিভাইসের জন্য Android 12 নির্ভর কাস্টোমাইজড UI (ইউজার ইন্টারফেস) রোল আউটের তোড়জোড় শুরু করেছে। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Vivo-ও প্রকাশ্যে এনেছে FunTouch OS 12 Beta ভার্সন। পাশাপাশি ভারতে কোন কোন ফোনে কখন এই নতুন কাস্টম রম-এর আপডেট আসবে তাও জানিয়েছে সংস্থাটি। ভারতে Vivo -র X, V, Y এবং S সিরিজের স্মার্টফোনগুলি ধাপে ধাপে Android 12 ভিত্তিক FunTouch OS 12 আপডেট লাভ করবে বলে জানা গিয়েছে।
Vivo-র কোন ফোনে কখন আসবে FunTouch OS 12 আপডেট
ভারতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর চালিত Vivo X70 Pro+ ডিভাইস সবার আগে অ্যান্ড্রয়েড ১২ বেসড ফানটাচ ওএস ১২ আপডেট লাভ করবে বলে সংস্থা জানিয়েছে। নভেম্বরের শেষের দিকে এই আপডেট উল্লিখিত ডিভাইসের জন্য উপলব্ধ হবে। Vivo X70 Pro স্মার্টফোনের জন্য অবশ্য নতুন আপডেট আগামী বছর, জানুয়ারি মাসের শেষে পাওয়া যাবে। আবার চলতি বছরের ডিসেম্বরে Vivo X60 Pro+, X60 Pro, X60, V21 and Y72 5G প্রভৃতি স্মার্টফোনের জন্য রোল আউট হবে ফানটাচ ওএস ১২ বিটা। এছাড়া Vivo V21e, V20 2021, V20, Y21, Y51A and Y31 ফোনগুলিও খুব দ্রুত নতুন আপডেট পাবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে Vivo S1 বা Vivo Y19 জাতীয় অপেক্ষাকৃত পুরোনো ভিভো ডিভাইসে আগামী বছরের এপ্রিল মাসে FunTouch OS 12 পৌঁছতে পারে। একই সময়ে আপডেট পাবে Vivo V17 Pro, V17, S1 Pro, Y73, Y51, Y20, Y20i এবং Y30 প্রভৃতি ডিভাইসও। এছাড়াও Vivo জানিয়েছে যে Vivo X50 Pro, X50, V20 Pro, V20 SE, Y33s, Y20G, Y53s এবং Y12s ডিভাইসগুলির জন্য ২০২২ সালের মার্চ থেকে নতুন আপডেট ছাড়া হবে। উল্লেখ্য, FunTouch OS 12 আপডেটের আগমনে ব্যবহারকারীরা নতুনভাবে ডিজাইন করা উইজেট এবং ন্যানো মিউজিক প্লেয়ারের দেখা পাবেন।
ভিভো ছাড়া অন্যান্য মোবাইল নির্মাতা ব্র্যান্ডগুলির পক্ষ থেকেও অ্যান্ড্রয়েড ১২ নির্ভর কাস্টম স্কিন প্রকাশ্যে আনা হয়েছে। এক্ষেত্রে শীঘ্রই Samsung ব্যবহারকারীরা One UI 4, OnePlus ব্যবহারকারীরা Oxygen OS 12 আপডেট পাবেন। এছাড়া Realme, Oppo স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যেও নতুন আপডেট রোল আউট করা হবে।