Vivo S12 আসছে ডুয়েল সেলফি ক্যামেরার সাথে, লঞ্চের আগে ফাঁস দাম ও ফিচার

আগামী বুধবার, অর্থাৎ ২২ ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Vivo S12 ও Vivo S12 Pro। ইতিমধ্যেই প্রো মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে। তবে আজ…

আগামী বুধবার, অর্থাৎ ২২ ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Vivo S12 ও Vivo S12 Pro। ইতিমধ্যেই প্রো মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে। তবে আজ চীনা টেলিকম-এর লিস্টিং থেকে Vivo S12 ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গেল‌। এই ফোনটি মিড রেঞ্জে আসবে এবং এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।

Vivo S12 ফোনের দাম (সম্ভাব্য)

চীনা টেলিকম-এর সাইট অনুযায়ী, ভিভো এস১২ ফোনের দাম শুরু হবে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৮০০ টাকা) থেকে। এই মূল্য ধার্য হবে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ফোনটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৩,৩৯৯ ইউয়ানে (প্রায় ৩৯,৯০০ টাকা)।

ভিভো এস১২ ফোনটি ওয়ার্ম গোল্ড, আইল্যান্ড ব্লু ও সাইনিং ব্ল্যাক (ট্র্যান্সেলেট) কালারে পাওয়া যাবে।

Vivo S12 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনা টেলিকম থেকে ভিভো এস১২ ফোনের স্পেসিফিকেশনও জানা গেছে। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। ডিসপ্লের মধ্যে উপস্থিত থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য Vivo S12 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে ৪৪ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৪,২০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo S12 অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে ৩.৫মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে না।