আসছে ৬ ক্যামেরার ফোন Vivo S6 5G Pro, দাম সাধ্যের মধ্যে

চীনা স্মার্টফোন কোম্পানি Vivo তাদের S6 5G ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসছে। Vivo S6 5G Pro নামে আসা নতুন এই ফোনের বিষয়ে একজন চীনা টিপ্সটার…

চীনা স্মার্টফোন কোম্পানি Vivo তাদের S6 5G ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসছে। Vivo S6 5G Pro নামে আসা নতুন এই ফোনের বিষয়ে একজন চীনা টিপ্সটার তথ্য দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি ভিভো এস৬ ৫জি ইতিমধ্যেই ব্যপক জনপ্রিয়। গত দুমাসে এই ফোনটির দশ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। আর সেকারণেই কোম্পানি এর Pro ভার্সন নিয়ে আসছে।

Vivo S6 5G Pro সম্ভাব্য ফিচার :

রিপোর্ট অনুসারে ভিভো এস৬ ৫জি প্রো ফোনে ওলেড ডিসপ্লে দেওয়া হবে। যার রিফ্রেশ রেট হবে ৬০ হার্জ। এদিকে S6 5G ফোনে যেখানে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, সেখানে S6 5G Pro তে ডুয়েল পাঞ্চ হোল থাকতে পারে। এতে ৩২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল, এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো সেন্সর। সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন থাকবে।

অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর থাকবে, যেখানে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। S6 5G তে এক্সিনস প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনে ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জ ২.০ র‌্যাপিড চার্জিং দেওয়া হবে। ফোনটি ৪,২০০ এমএএইচ ব্যাটারিরি সাথে আসবে। চিনে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ফোনটি লঞ্চ হতে পারে। যাদের দাম শুরু হতে পারে ৩২,০০০ টাকা থেকে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *