প্রতি মাসে এই দু’দিন Vivo স্মার্টফোনে বিশাল ছাড়, সার্ভিস সেন্টারে সারাইও হবে বিনামূল্যে

Vivo আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় ফ্যানদের জন্য ‘Vivo Service Day’ ক্যাম্পেইন আয়োজনের কথা ঘোষণা করলো। এই ক্যাম্পেইনটি নিয়ে আসার মূল উদ্দেশ্য হল দেশবাসীদের – স্পেশাল অ্যাসিস্টেন্ট…

Vivo আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় ফ্যানদের জন্য ‘Vivo Service Day’ ক্যাম্পেইন আয়োজনের কথা ঘোষণা করলো। এই ক্যাম্পেইনটি নিয়ে আসার মূল উদ্দেশ্য হল দেশবাসীদের – স্পেশাল অ্যাসিস্টেন্ট বা বিশেষ সহায়তা, অফার এবং বেনিফিট দেওয়া। ইভেন্টটি প্রতি মাসে মাত্র দুই দিনের জন্য লাইভ থাকবে। এই সময়কালে ক্রেতারা নির্ধারিত প্রোডাক্ট ও পরিষেবার উপর বিশেষ ছাড় পেয়ে যাবেন। এছাড়া কিছু ডিভাইস খরিদ্দারীর ক্ষেত্রে ফ্রি অ্যাক্সেসরিজও অফার করা হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে Xiaomi -এর ভারতীয় শাখা অনুরূপ একটি কাস্টমার সাপোর্ট ইভেন্টের আয়োজন করেছিল। চলুন Vivo অনুষ্ঠিত Service Day Sale -এর যাবতীয় বেনিফিট, অফার এবং তারিখ সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo Service Day ক্যাম্পেইনের তারিখ এবং বেনিফিট

ভিভো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ভিভো সার্ভিস ডে’ সেল সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। আবার সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে একটি ডেডিকেটেড পেজে উল্লেখ করা হয়েছে যে, “আপনার হ্যান্ডসেটটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করলে আমরা সবচেয়ে বেশি খুশি হই। তাই আমরা আপনাকে সবচেয়ে আশ্চর্যজনক ডিল সহ সর্বোত্তম সম্ভাব্য পরিষেবা সরবরাহ করার চেষ্টা করছি।”

ভিভো সার্ভিস ডে সেল হল দুই দিন ব্যাপী চলমান একটি ইভেন্ট, যা প্রতি মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার অনুষ্ঠিত হবে। ক্রেতারা এই সেল লাইভ থাকাকালীন সবথেকে সেরা যে সুবিধাটি পাবেন তা হল, জিরো লেবার চার্জ (zero labour charges)। এর অর্থ হল, আপনি যদি ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহারকারী হন, তবে সংস্থার অনুমোদিত পরিষেবা কেন্দ্রে যেকোনো ধরনের সার্ভিসিং করানোর ক্ষেত্রে আপনাকে কোনো লেবার চার্জ দিতে হবে না। এই বেনিফিট কিছুটা হলেও আপনার খরচ কমাতে সাহায্য করবে।

তদুপরি, ভিভো তাদের অ্যাক্সেসরিজগুলির উপর ১০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। যার দরুন আপনি স্ক্রিন গার্ড এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। যদিও এই বিশেষ অফারটি শুধুমাত্র নির্বাচিত কয়েকটি ভিভো স্মার্টফোনের সাথেই প্রযোজ্য। এই সেলের অন্যান্য বেনিফিটগুলি হল – বিনামূল্যে হ্যান্ডসেট চেকআপ, সফ্টওয়্যার আপডেট, হ্যান্ডসেট পরিষ্কার করা এবং হ্যান্ডসেটের স্যানিটাইজেশন অফার করা হবে।

কীভাবে Vivo Service Day সেলের সুবিধা তুলতে পারবেন?

ভারতে অবস্থিত ভিভো সংস্থার প্রতিটি অনুমোদিত কেন্দ্রে ‘সার্ভিস ডে’ ইভেন্টটি পালিত হবে। আপনি যদি এই সেলের ভরপুর লাভ ওঠাতে চান, তবে প্রথমেই আপনাকে নিকটতম একটি ভিভো পরিষেবা কেন্দ্রে চলে যেতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, দেশের ৫০০টিরও বেশি শহর জুড়ে ৬৫০টিরও অধিক সার্ভিস সেন্টার খুলেছে ভিভো। আপনি এই ওয়েব পেজে ভিজিট করে সার্ভিস সেন্টারগুলির সম্পূর্ণ তালিকা ও দূরত্ব দেখতে পারবেন।

ভিভোর সার্ভিস সেন্টারের অবস্থান ও ‘ভিভো সার্ভিস ডে’ সেলের অফার সম্পর্কে জানার আরেকটি বিকল্প পথ আছে। এর জন্য আপনাকে ১৮০০ ১০২ ৩৩৮৮ (1800 102 3388) নম্বরে অর্থাৎ ভিভো কাস্টমার কেয়ারে কল করতে হবে। এখানে আপনি যেকোনো নির্দিষ্ট ভিভো স্মার্টফোন মডেলের সাথে কত ছাড় দেওয়া হচ্ছে অথবা মডেলটির সাথে বিনামূল্যে কিছু অফার করা হচ্ছে কিনা সেই সম্পর্কে তথ্য পেয়ে যাবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন