কোন Vivo ফোনে কখন পাবেন Origin OS এর আপডেট দেখে নিন

অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের মতই ডিভাইসে নিজস্ব কাস্টম স্কিন ব্যবহার করে জনপ্রিয় ব্র্যান্ড Vivo। কিন্তু কয়েকমাস আগে চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি জানিয়েছিল যে তারা তাদের FunTouchOS…

অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের মতই ডিভাইসে নিজস্ব কাস্টম স্কিন ব্যবহার করে জনপ্রিয় ব্র্যান্ড Vivo। কিন্তু কয়েকমাস আগে চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি জানিয়েছিল যে তারা তাদের FunTouchOS নামের অ্যান্ড্রয়েড UI (ইউজার ইন্টারফেস)-টি বন্ধ করে দেবে, পরিবর্তে চালু করা হবে Origin OS নামের নতুন কাস্টম স্কিন। ঘোষণা মতই আজ সংস্থাটি এই নতুন Origin OS চালু করেছে, যাতে নতুন উইজেট, অ্যানিমেশন জেসচার সহ বেশ কিছু মজাদার ফিচার থাকবে বলে জানা গিয়েছে।

এর আগের একটি প্রতিবেদনে আমরা Origin OS-এর ফিচার (ক্লোটস্কি গ্রিড উইজেট, নতুন ওয়ালপেপার, পেমেন্ট টুল ইত্যাদি) সম্পর্কে কিছু কথা বলেছিলাম। সেই মুহূর্তে Origin OS-এর লভ্যতা সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখন বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে এই নতুন ওএস আপডেটটি কোন কোন ডিভাইসের সাথে কমপ্যাটিবল হবে এবং কবে নাগাদ আপডেট রোলআউট হবে তা নিশ্চিত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারীর মধ্যেই ব্র্যান্ডের চীনা ডিভাইসগুলিতে অরিজিন ওএসের ওপেন বিটা আপডেট পাওয়া যাবে। এরপর, এই কাস্টম স্কিনের বিশেষ আপডেটটি পর্যায়ক্রমে রোলআউট করা হবে। জানিয়ে রাখি, আসন্ন Vivo X সিরিজের ফোনগুলিতে এই কাস্টম স্কিনটি ইনবিল্ট অর্থাৎ প্রথম থেকেই উপলব্ধ থাকবে।

যেসব Vivo স্মার্টফোনে জানুয়ারীর আগে Origin OS-এর আপডেট আসবে, সেগুলি হল

Vivo NEX 3S,
Vivo X50 Pro+,
Vivo X50 Pro,
Vivo X50,
Vivo S7,
iQOO 5 Pro,
iQOO 5,
iQOO 3,
iQOO Pro,
iQOO,
iQOO Neo3.

দ্বিতীয় ব্যাচের (ফেব্রুয়ারি) আপডেটের জন্য যে স্মার্টফোনগুলি তালিকায় অন্তর্ভুক্ত, সেগুলি হল

Vivo NEX 3/ NEX 3 5G,
Vivo X30/ X30 Pro,
iQOO Neo,
iQOO Neo855.

তৃতীয় ব্যাচের আপডেটটি আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে রোলআউট হবে। এক্ষেত্রে যে সব ডিভাইসগুলি আপডেট পাবে:

Vivo X27 Pro,
Vivo X27/ Vivo X27 (৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি),
Vivo S6,
Vivo S5,
Vivo S1 Pro,
Vivo S1,
Vivo Z6,
vivo Z5x
Vivo Z5i,
Vivo Z5,
iQOO Z1x,
IQOO Z1,
Vivo NEX Dual Screen,
Vivo NEX S,
Vivo NEX/ Nex.