Vivo Pad: ট্যাবলেটের মার্কেটে এবার পা রাখতে চলেছে ভিভো

চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি এবার ট্যাবলেট (Tablet) উৎপাদনে জোর দিতে চলেছে। জনপ্রিয় প্রতিষ্ঠান শাওমি (Xiaomi) ইতিমধ্যেই তাদের প্রথম ট্যাবলেট ডিভাইস, Mi Pad 5 বাজারে লঞ্চ…

চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি এবার ট্যাবলেট (Tablet) উৎপাদনে জোর দিতে চলেছে। জনপ্রিয় প্রতিষ্ঠান শাওমি (Xiaomi) ইতিমধ্যেই তাদের প্রথম ট্যাবলেট ডিভাইস, Mi Pad 5 বাজারে লঞ্চ করেছে। ওয়ানপ্লাস (OnePlus), রিয়েলমি (Realme) এবং ওপ্পো (Oppo) সংস্থা তিনটিও খুব জলদি নিজস্ব ব্র্যান্ডিংয়ের ট্যাবলেট প্রকাশ্যে আনবে বলে জানা গিয়েছে। এবার এই তালিকায় জুড়ে গেল আরেক চীনা সংস্থা ভিভো’র (Vivo) নাম। সংবাদসংস্থা গিজমোচায়নাকে (GizmoChina) প্রদত্ত একটি সাক্ষাৎকারে ভিভো’র সহ-সভাপতি হু বেইশান (Hu Baishan) স্বয়ং বাজারে নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চের ব্যাপারে নিশ্চয়তা দান করেছেন। আগামী বছরের শুরুর দিকে তাদের এই প্রচেষ্টা সফল হতে পারে বলে বেইশান জানিয়েছেন।

Vivo Pad ট্যাবলেট বাজারে আসছে

ভিভো’র ব্র্যান্ডিং সহ প্রথম ট্যাবলেট উৎপাদনের ঘোষণা করলেও সংস্থার সহ-সভাপতি বিস্তারিতভাবে কিছুই জানাননি। আসন্ন ডিভাইসে ঠিক কি কি ফিচার থাকবে বা তার ডিজাইন কেমন হবে সে সে বিষয়ে এখনো কিছু বলতে তিনি নারাজ। তবে গিজমোচায়নার প্রতিবেদকের দাবী অনুযায়ী, আসন্ন ডিভাইস ভিভোপ্যাড (Vivo Pad) নামে বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে ভিভো’র সহযোগী ব্র্যান্ড আইকো (iQOO) পর্যন্ত নিজস্ব ট্যাবলেট লঞ্চের পথে হাঁটতে চলেছে বলে খবর। সব মিলিয়ে চীনা সংস্থাগুলি এভাবে যথেষ্ট মাত্রায় ট্যাবলেট উৎপাদন শুরু করলে তা স্যামসাং (Samsung) বা অ্যাপলের (Apple) মতো ব্র্যান্ডের কাছে মাথাব্যথার কারণ হতে পারে বলে প্রযুক্তি-মহল মনে করছে।

গিজমোচায়নাকে দেওয়া সাক্ষাৎকারে ভিভো’র কর্মকর্তা, বেইশান আরো জানিয়েছেন যে চলতি বছরের সেপ্টেম্বরে তাদের নিজস্ব আইএসপি (ISP) চিপ Vivo V1 বাজারে আসতে চলেছে। Vivo X70 সিরিজের ডিভাইসে এই চিপ ব্যবহার করা হবে বলে বেইশানের মন্তব্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন