পাবেন ২,০০০ টাকা পর্যন্ত ছাড়, আজ থেকে বিক্রি শুরু হলো ভিভো ট্রু ওয়্যারলেস নিও ইয়ারবাডসের

এখনকার দিনে ভারতে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস এর কথা বললে বিকল্প অনেক। তবে আপনাকে যদি ভালো সাউন্ড কোয়ালিটি ও প্রিমিয়াম ফিচারের অভিজ্ঞতা পেতে হয় তাহলে ৫…

এখনকার দিনে ভারতে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস এর কথা বললে বিকল্প অনেক। তবে আপনাকে যদি ভালো সাউন্ড কোয়ালিটি ও প্রিমিয়াম ফিচারের অভিজ্ঞতা পেতে হয় তাহলে ৫ থেকে ৬ হাজার টাকা কমে বাজেট রাখলে হবেনা। আপনি যদি এইধরণের কোনো ওয়্যারলেস ইয়ারবাডস খুঁজে থাকেন তাহলে Vivo TWS Neo আপনার জন্য পারফেক্ট। আজ থেকে এই ডিভাইসটি ভারতে কেনা যাবে। ভিভো ট্রু ওয়্যারলেস নিও এর কথা বললে এতে এয়ার লাইট ফিট, ব্লুটুথ ৫.২ ও এআই নয়েস ক্যান্সেলেশন, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও Find My TWS Neo ফিচার উপলব্ধ।

Vivo True Wireless Neo earbuds দাম ও অফার:

ভারতে ভিভো ট্রু ওয়্যারলেস নিও এর দাম রাখা হয়েছে প্রায় ৫,৯৯০ টাকা। এটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। আপনি এই ইয়ারবাডস Flipkart ও Vivo.com থেকে কিনতে পারবেন। লঞ্চ অফার হিসাবে, ভিভো এক্স৫০ সিরিজ কিনলে আপনি ভিভো ট্রু ওয়্যারলেস নিও এর ওপর ২,০০০ টাকা ছাড় পাবেন।

Vivo True Wireless Neo earbuds : স্পেসিফিকেশন

ভিভো ট্রু ওয়্যারলেস নিও ১৪.২ এনএম ড্রাইভার্স এর সাথে এসেছে। যেখানে এপিটিএক্স এডাপ্টিভ এবং এএসি হাই ডেফিনেশন অডিও রেকর্ডিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। গেমারদের জন্য এই ট্রু ওয়্যারলেস নিও উপযুক্ত একটি ইয়ারফোন হবে কারণ এখানে লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়েছে। এতে ব্লুটুথ ৫.২ সাপোর্ট করে।

ভিভো ট্রু ওয়্যারলেস নিও আইপি৫৪ রেটিং প্রাপ্ত, যা জল প্রতিরোধী। এতে নয়েস রিডাকশন সাপোর্ট করে। আবার এখানে পাবেন ডুয়েল মাইক্রোফোন। ভলিউম ও মিউজিক পরিবর্তনের জন্য এখানে টাচ কন্ট্রোলার আছে। এছাড়াও এখানে পাবেন গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও Find My TWS Neo ফিচার। এই ইয়ারবাডসে ২৭ এমএএইচ ব্যাটারি দিয়েছে। যেটি ফুল চার্জে ৫.৫ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার ব্যাটারি কেসে ৪১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যেটি ২৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এটি ইউএসবি টাইপ সি পোর্টের সাথে চার্জ হবে। এটি চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন