Vivo Turbo Carnival: কম দামে কিনে নিন Vivo T1 5G, Vivo T1 44W ফোন, চলছে বিশেষ সেল

Vivo Turbo Carnival : ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ চলছে 'Vivo Turbo Carnival' সেল। এই সেলটি ইতিমধ্যেই অর্থাৎ ১লা জুন...
SUPARNA 3 Jun 2022 7:59 PM IST

Vivo Turbo Carnival : ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ চলছে 'Vivo Turbo Carnival' সেল। এই সেলটি ইতিমধ্যেই অর্থাৎ ১লা জুন থেকে শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ৫ই জুন পর্যন্ত। এই সময়কালে Vivo এর একাধিক স্মার্টফোনের সাথে নজরকাড়া ডিসকাউন্ট অফার করা হবে। বিশেষত সংস্থাটির T-সিরিজ অন্তর্গত একাধিক হ্যান্ডসেটকে ভারী ডিসকাউন্ট ও আকর্ষণীয় অফারের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে এই সিরিজের ফোনগুলিকে আপনারা ২৭% পর্যন্ত ছাড়ের সাথে কিনে নিতে পারবেন। এছাড়া এক্সচেঞ্জ বোনাস, ইএমআই বিকল্প এবং বিবিধ ব্যাঙ্ক অফারের সুবিধাও উপলব্ধ থাকছে এই সেলে। ফলে ডিসকাউন্ট সহ যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে, একটি নয়া Vivo স্মার্টফোনকে আপনারা ২,০০০ টাকারও কমে পকেটস্থ করে নিতে পারবেন। চলুন এবার সদ্য আয়োজিত Vivo Turbo Carnival সেলে কোন কোন Vivo স্মার্টফোনকে অফারের সাথে বিক্রি করা হচ্ছে তা বিশদে জেনে নেওয়া যাক।

HDFC ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে নিয়ে আসা হল Vivo Turbo Carnival সেল

চলমান ভিভো টার্বো কার্নিভাল সেলের মাধ্যমে আপনারা যদি একটি স্মার্টফোন কেনেন, তবে একাধিক অফার উপলব্ধ পেয়ে যাবেন। যেমন HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অর্থ প্রদান করলে, ফ্লাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আর কিস্তিতে টাকা দিতে চাইলে, ৬ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা পাওয়া যাবে।

Vivo Turbo Carnival সেলে অফারের সাথে উপলব্ধ Vivo T-সিরিজের স্মার্টফোনের তালিকা

Vivo T1 Pro 5G : ভিভো টি১ প্রো ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯০ টাকা। এই মডেলটির সাথে ১৯% বা ৫,৯৯১ টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছে সেলে। যারপর ফোনটির দাম কমে ২৪,৯৯৯ টাকা হয়ে গেছে। আপনারা যদি একসাথে পেমেন্ট করতে না চান, তবে নো-কস্ট ইএমআই অপশনও উপলব্ধ থাকছে। এর জন্য আপনাদের প্রতি মাসে ন্যূনতম ৮৬৭ টাকার ইএমআই প্রদান করতে হবে। আর পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া ফোনটি কিনলে, ১২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। যেসকল ক্রেতারা এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারবেন, তারা ফোনটিকে প্রায় অর্ধেক দামে অর্থাৎ ১২,৪৯৯ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

Vivo T1 44W : ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহকারে আসা ভিভো টি১ ৪৪ওয়াট স্মার্টফোনের দাম ১৯,৯৯০ টাকা হলেও, ফ্লিপকার্ট ও ভিভোর অংশীদারিত্বে আয়োজিত এই সেলে ফোনটিকে ২৭% বা ৫,৪৯১ টাকা ছাড়ের সাথে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ, ডিসকাউন্টের পর উক্ত হ্যান্ডসেটকে আপনারা ১৪,৪৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। আর কিস্তিতে টাকা শোধ করতে চাইলে, মাসিক ৫০৩ টাকার প্রাথমিক নো-কস্ট ইএমআই বিকল্পের অধীনে ফোনটি ক্রয় করা যাবে। এছাড়া, পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নতুন স্মার্টফোনটি কিনতে চাইলে, ১২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও অফার করা হবে। এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে, ক্রেতারা ফোনটিকে কেবল ১,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন।

Vivo T1 5G : ভিভো টি১ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ফ্লাট ১৯% বা ৪,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ভিভো টার্বো কার্নিভাল সেলে। যারপর ফোনটির দাম কমে মাত্র ১৬,৯৯০ টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি, উক্ত মডেলের প্রকৃত মূল্য ২০,৯৯০ টাকা। অফারের কথা বললে, আপনারা ইএমআই অপশনের অধীনে প্রতি মাসে ন্যূনতম ৫৮৯ টাকা প্রদান করেও এই ফোনটি কিনে নিতে পারবেন। এছাড়া উপলব্ধ ১২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে, মাত্র ৪,৪৯০ টাকা খসিয়ে ভিভোর এই ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনকে পকেটস্থ করে নেওয়া যাবে।

Show Full Article
Next Story