ট্রিপল রিয়ার ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ আসছে Vivo V2066A/BA

এই মাসের শুরুতে V2066 মডেল নম্বর সহ ভিভোর (Vivo) একটি ফোন ECC (ইউরেশিয়ান ইকোনোমিক কমিশন)-র ছাড়পত্র পেয়েছিল। ECC লিস্টিং থেকে অবশ্য ফোনটির স্পেসিফিকেশনের বিষয়ে কিছুই…

এই মাসের শুরুতে V2066 মডেল নম্বর সহ ভিভোর (Vivo) একটি ফোন ECC (ইউরেশিয়ান ইকোনোমিক কমিশন)-র ছাড়পত্র পেয়েছিল। ECC লিস্টিং থেকে অবশ্য ফোনটির স্পেসিফিকেশনের বিষয়ে কিছুই জানা যায়নি। কয়েকদিন না কাটতেই এবার V2066A/V2066BA মডেল নম্বরের ভিভোর একটি ফোন চীনের TANAA ও 3C অথোরিটির সার্টিফিকেশন পেয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, এই ফোনটি পূর্বে ECC-র ছাড়পত্র পাওয়া Vivo V2066 ফোনের চীনা ভ্যারিয়েন্ট বলে এখন পরিগণিত করা হচ্ছে। TENAA ও 3C সার্টিফিকেশন সাইট থেকে Vivo V2066A/BA ফোনের ডাইমেনশন, ডিসপ্লের সাইজ, ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং ক্ষমতা সর্ম্পকিত তথ্য পাওয়া গিয়েছে। আবার সেখানে ফোনটির চিত্রও প্রকাশিত হয়েছে।

TENAA লিস্টিং জানা গেছে, V2066A/BA স্মার্টফোনের ডাইমেনশন ১৬৪.৪১x৭৬.৩২x৮.৪১ মিমি। হ্যান্ডসেটটি ৬.৫১ ইঞ্চি টিয়ারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লের সঙ্গে আসবে। Vivo V2066A/BA স্মার্টফোনের ব্যাকপ্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। ক্যামেরাগুলি লম্বালম্বি ভাবে অবস্থিত৷ ফোনের ডিনদিকে রয়েছে ভলিউম-পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Vivo V2066A/BA স্মার্টফোনের রেটেড ব্যাটারি ক্যাপাসিটি ৪,৯১০ এমএএইচ। যা সাধারণত ৫,০০০ এমএএইচ ব্যাটারি বলে মার্কেটিং করা হবে। এদিকে ভিভো, ফোনটির সাথে ১০ ওয়াট চার্জার অফার করবে বলে 3C লিস্টিং থেকে জানা গিয়েছে। এছাড়া সার্টিফিকেশন সাইট দুটি জানিয়েছে V2066A/BA স্মার্টফোন 4G LTE কানেক্টিভিটির সঙ্গে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন