বড় চমক! 5G সাপোর্ট সহ ভারতে আসছে Vivo V21 SE

গত বছর নভেম্বরে জানা গিয়েছিল ভিভো তাদের ভি২১ সিরিজের তিনটি ফোন, Vivo V21, Vivo V21 SE, এবং Vivo V21 Pro কে ভারতে লঞ্চ...
PUJA 22 March 2021 12:35 PM IST

গত বছর নভেম্বরে জানা গিয়েছিল ভিভো তাদের ভি২১ সিরিজের তিনটি ফোন, Vivo V21, Vivo V21 SE, এবং Vivo V21 Pro কে ভারতে লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। নতুন রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই এই ফোনগুলি ভারতে পা রাখবে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এই দাবি করেছেন। পাশাপাশি তিনি ভারতীয় আইএমইআই ডেটাবেসে ভিভো ভি২১ এসই এর অন্তর্ভুক্তির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যারপরে আর বলার অপেক্ষা রাখেনা Vivo V21 SE লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে।

টিপস্টারের স্ক্রিনশট অনুযায়ী, ভিভো ভি২১ এসই এর মডেল নম্বর হবে V2061। টিপস্টারের অনুমান এই ফোনটি চীনে লঞ্চ হওয়া iQOO U3 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। প্রসঙ্গত আইকো-র এই ফোনের মডেল নম্বর ছিল V2061A। যেহেতু দুটি মডেল নম্বরের মধ্যে মিল আছে সেক্ষেত্রে এই দুটি ফোন একই হবে বলে মুকুল শর্মা মনে করছেন।

https://twitter.com/stufflistings/status/1373141670456258561

যদিও এছাড়া টিপস্টার এই ফোনের সঠিক লঞ্চ ডেট বা স্পেসিফিকেশন নিয়ে কোনো বাক্য ব্যয় করেনি। তবে যেহেতু তিনি বলেছেন iQOO U3 এর রিব্র্যান্ডেড হবে Vivo V21 SE, সেক্ষেত্রে দুটি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে বড়সড় কোনো পাৰ্থক্য থাকবে না বলেই আমাদের ধারণা।

iQOO U3 এর স্পেসিফিকেশন

গত ডিসেম্বরে লঞ্চ হওয়া আইকো ইউ৩ ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস টিয়ারড্রপ আইপিএস নচ ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ 5G প্রসেসর। সাথে আছে ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা।

iQOO U3 ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story