Vivo V21e 5G ভারতে লঞ্চ হওয়া সময়ের অপেক্ষা, জেনে নিন দাম সহ স্পেসিফিকেশন

Vivo গত এপ্রিলে মালয়েশিয়ায় Vivo V21, Vivo V21 5G, এবং V21e ফোনগুলি লঞ্চ করেছিল। এরমধ্যে Vivo V21 5G ফোনটি কেবল ভারতে উপলব্ধ। তবে কয়েক সপ্তাহ…

Vivo গত এপ্রিলে মালয়েশিয়ায় Vivo V21, Vivo V21 5G, এবং V21e ফোনগুলি লঞ্চ করেছিল। এরমধ্যে Vivo V21 5G ফোনটি কেবল ভারতে উপলব্ধ। তবে কয়েক সপ্তাহ আগেই Vivo V21e 5G কে গুগল প্লে কনসোল-এ দেখা যায়। যার পর থেকেই জল্পনা শুরু হয় যে ফোনটি শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হবে। সেই জল্পনা যে সত্যি ছিল তা আজ টিপস্টার ঈশান আগারওয়ালের কথা থেকে পরিষ্কার। ৯১মোবাইলস কে তিনি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিভো ভি২১ই ৫জি কে ভারতে দেখা যাবে। পাশাপাশি তিনি ফোনটির সমস্ত স্পেসিফিকেশন সামনে এনেছেন।

Vivo V21e 5G এর স্পেসিফিকেশন

টিপস্টার বলেছেন, ভিভো ভি২১ই ৫জি ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে। আবার এতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হবে। উল্লেখ্য এই একই প্রসেসর সহ সদ্য Poco M3 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে। আবার Vivo V21e 5G ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১১-এ চলবে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে দেখা যেতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যেতে পারে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হতে পারে। ফোনটি ২০,০০০ টাকার রেঞ্জে ভারতে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন