Vivo V23e 5G ফোনের সাথে ভারতে আসছে Vivo V23e Pro 5G, কবে নাগাদ লঞ্চ হবে জেনে নিন

ভিভো গত মাসে V23e সিরিজকে গ্লোবাল মার্কেটে এনেছে। তার মধ্যে গত মাসে থাইল্যান্ডে লঞ্চ হওয়া Vivo V23e 5G চলতি মাসেই ভারতে পা রাখতে পারে। একইসঙ্গে…

ভিভো গত মাসে V23e সিরিজকে গ্লোবাল মার্কেটে এনেছে। তার মধ্যে গত মাসে থাইল্যান্ডে লঞ্চ হওয়া Vivo V23e 5G চলতি মাসেই ভারতে পা রাখতে পারে। একইসঙ্গে Vivo V23e 5G এর Pro ভার্সন বা Vivo V23e Pro 5G এ দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার এমনই দাবি করেছে।

টিপস্টার ৯১মোবাইলসকে জানিয়েছে, Vivo V23e 5G চলতি মাসে ভারতে লঞ্চ হওয়া নিশ্চিত। পাশাপাশি Vivo V23e Pro 5G রূপে এখানে আরেকটি ভ্যারিয়েন্টের আত্মপ্রকাশ ঘটতে পারে। আর সেটা ২০২১ শেষ হওয়ার আগেই। Vivo V23e 5G গত এপ্রিলে ভারতে যাত্রা শুরু করা Vivo V21 5G-এর আপগ্রেড ভার্সন হবে বলে আশা করা যায়। উন্নত প্রসেসর ও আপগ্রেডেড ক্যামেরা-সহ এর স্পেসিফিকেশনগুলি থাইল্যান্ডে লঞ্চ হওয়া Vivo V23e 5G-এর মতোই হবে বলে অনুমান করা যায়।

ভিভো ভি২৩ই ৫জি স্পেসিফিকেশন, ফিচার (Vivo V23e 5G Specifications, features)

ভিভো ভি২৩ই ৫জি ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ড্রপ নচ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ১টিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়।

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি২৩ই ৫জি ফোনে এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচারসহ ২ মেগাপিক্সেল সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে এফ/১.৮ অ্যাপারচারসহ ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ভিভো ভি২৩ই ৫জি-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,০৫০ এমএএইচ ব্যাটারি আছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ (FunTouch) ওএস ১২ কাস্টম স্কিনে রান করবে। সিকিউরিটির জন্য এতে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।