সামার সেলে Vivo-র 44 MP সেলফি ক্যামেরার এই দুর্ধর্ষ ফোন কিনলে 5000 টাকা ক্যাশব্যাক পাবেন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Vivo সম্প্রতি তাদের একটি লেটেস্ট 5G কানেক্টিভিটির হ্যান্ডসেটকে আকর্ষণীয় অফারের সাথে বিক্রি করার ঘোষণা করলো। আমরা কথা বলছি ফ্রেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Vivo…

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Vivo সম্প্রতি তাদের একটি লেটেস্ট 5G কানেক্টিভিটির হ্যান্ডসেটকে আকর্ষণীয় অফারের সাথে বিক্রি করার ঘোষণা করলো। আমরা কথা বলছি ফ্রেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Vivo V23e 5G স্মার্টফোনের প্রসঙ্গে। সদ্য ঘোষিত এই অফারের দরুন, গ্রাহকেরা ৫,০০০ টাকার ক্যাশব্যাকের সাথে কথিত মিড-রেঞ্জের ফোনটিকে পকেটস্থ করে নিতে পারবেন। এক্ষেত্রে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে আপনারা অনলাইন ও অফলাইন উভয় মোডেই এই ক্যাশব্যাক অফারের লাভ ওঠাতে পারবেন। প্রসঙ্গত, বিদ্যমান Vivo V23 5G মডেলের ডাউনগ্রেড ভ্যারিয়েন্ট বা Vivo V23 সিরিজের তৃতীয় ফোন রূপে আগত এই মডেলে, FHD+ AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ একাধিক ‘অ্যাডভান্স’ ফিচারের সঙ্গে উপলব্ধ। চলুন তাহলে এবার Vivo V23e 5G স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Vivo V23e 5G দাম ও অফার

ভারতে, ভিভো ভি২৩ই ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টকে ২৫,৯৯০ টাকায় পাওয়া যায়। অফারের কথা বললে, ভিভোর এই লেটেস্ট স্মার্টফোনকে ভিভোর অনলাইন স্টোর থেকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই-তে কিনলে ৫,০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া, অফলাইনে ভিভোর রিটেল স্টোরে উক্ত ফোনটি কেনার ক্ষেত্রে গ্রাহকেরা SBI, IDFC First ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করেও ক্যাশব্যাক অফারটির লাভ ওঠাতে পারবেন। ভিভো ভি২৩ই ৫জি – মিডনাইট ব্লু ও সানসাইন গোল্ড কালারে পাওয়া যাবে। অফারের বৈধতা ১০ মে অব্দি।

Vivo V23e 5G স্পেসিফিকেশন

ভিভো ভি২৩ই ৫জি স্মার্টফোনে রয়েছে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিউ-ড্রপ নচ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০হার্টজ এবং এসপেক্ট রেশিও ২০:৯। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর সহ এসেছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) ইউজার ইন্টারফেসে চলবে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মেমরি উপলব্ধ। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বর্ধিত করা যাবে।

তদুপরি, ডুয়েল সিমের এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই রিয়ার সেন্সরগুলি – আই অটোফোকাস, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, লাইভ ফটো, টাইম-ল্যাপস এবং ১০৮০পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের মতো ফিচার অফার করে। অন্যদিকে, ফোনের ডিসপ্লের উপরিভাগে অটো-ফোকাস লেন্স সহ একটি ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এই ফ্রন্ট সেন্সরটি – এআই এক্সট্রিম নাইট, সেলফি ভিডিও, ডুয়াল-ভিউ ভিডিও, স্লো-মোশন ভিডিও শ্যুটিং সহ নানাবিধ ফিচার সাপোর্ট করে।

Vivo V23e 5G ফোনের সেন্সর তালিকায় সামিল থাকছে, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। আবার, নিরাপত্তার এই ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, 5G, 4G LTE, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো সিম স্লট (হাইব্রিড সিম স্লট) এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই নয়া ফোনে ৪,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, Vivo V23e 5G স্মার্টফোনের ওজন ১৭২ গ্রাম এবং এর মিডনাইট ব্লু কালার অপশনের পরিমাপ ১৬০.৮৭x৭৪.২৮x৭.৩২ মিমি ও সানসাইন গোল্ড কালার ভ্যারিয়েন্টের পরিমাপ ১৬০.৮৭×৭৪.২৮×৭.৪১ মিমি।