Vivo V25 Pro 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে শীঘ্রই ভারতে লঞ্চ হবে, দেখা গেল IMEI ডেটাবেসে
এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V23 5G সিরিজ। এই সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ হয়েছিল - Vivo V23 5G ও Vivo V23...এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V23 5G সিরিজ। এই সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ হয়েছিল - Vivo V23 5G ও Vivo V23 Pro 5G। তবে এখন চীনা ব্র্যান্ডটি এই সিরিজের উত্তরসূরীর উপর কাজ করছে বলে খবর। Vivo V25 Pro 5G নামের এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি এই ফোনটিকে IMEI এর ডেটাবেসে দেখা গেছে। এখান থেকে ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।
Vivo V25 Pro 5G অন্তর্ভুক্ত হল IMEI এর ডেটাবেসে
৯১মোবাইলস, ভিভো ভি২৫ প্রো ৫জি কে IMEI এর ডেটাবেসে খুঁজে পেয়েছে। V2158 মডেল নম্বর সহ ফোনটিকে এখানে স্পট করা হয়েছে। এখান থেকে জানা গেছে, ভিভো ভি২৫ প্রো ৫জি ফোনটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এছাড়া আর কোনো তথ্য এই ফোন সম্পর্কে সামনে আসেনি
Vivo V23 Pro 5G এর স্পেসিফিকেশন
পূর্বসূরী ভিভো ভি২৩ প্রো ৫জি ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ডিসপ্লের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার ভিভো ভি২৩ প্রো ৫জি ফোনের সামনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। আর পিছনে মিলবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ।
Vivo V23 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।