Vivo V25 Pro 5G নিয়ে অপেক্ষা আরও বাড়ছে, কবে ভারতে লঞ্চ হবে জেনে নিন

বিগত কয়েক মাস ধরেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) তাদের V25 সিরিজের ডিভাইসগুলি ভারতীয় বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে Vivo V25, V25…

বিগত কয়েক মাস ধরেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) তাদের V25 সিরিজের ডিভাইসগুলি ভারতীয় বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে Vivo V25, V25 Pro এবং V25e-এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানা গেছে। তারমধ্যে গত মাসে Vivo V25 Pro 5G হ্যান্ডসেটটি তার আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়ে আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল। পরে বলা হয় যে, এই হ্যান্ডসেটটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে স্ট্যান্ডার্ড V25 5G মডেলের সাথে লঞ্চ হবে। তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Vivo V25 সিরিজের বেস মডেল এবং প্রো মডেলটি একত্রে বাজারে পা রাখবে না। প্রথমে Vivo V25 অগাস্টের দ্বিতীয়ার্ধে এদেশে আসবে এবং Vivo V25 Pro 5G তারও কয়েক সপ্তাহ পর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে।

Vivo V25 Pro 5G ভারতের বাজারে আসবে আগামী সেপ্টেম্বরে

ইন্ডিয়া টুডে টেক (India Today Tech)-এর নতুন রিপোর্টে বলা হয়েছে যে, ভিভো ভি২৫ প্রো ৫জি শীঘ্রই ভারতে আসবে না। তাদের মতে, ভিভো ভি২৫ সিরিজের ডিভাইসগুলি, যেমন ভিভো ভি২৫, ভি২৫ প্রো এবং ভি২৫ই একসাথে বাজারে আত্মপ্রকাশ করবে না। ভিভো ভি২৫ বেস মডেলটি ভারতে ১৭ আগস্ট বা ১৮ আগস্টের কাছাকাছি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যেখানে প্রো মডেলটি এরও কয়েক সপ্তাহ পরে উন্মোচিত হবে বলে জানা গেছে।

সুতরাং আশা করা যায় যে, ভিভো ভি২৫ প্রো ৫জি সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ব্র্যান্ডটি ভি২৫ প্রো-এর পাশাপাশি ভিভো ভি২৫-এর একটি নতুন ভ্যারিয়েন্টও বাজারে আনার পরিকল্পনা করছে। সবশেষে, সিরিজের তৃতীয় মডেল হিসেবে ভি২৫ই ভারতের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত এই হ্যান্ডসেটটির লঞ্চের টাইমলাইন সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

ভিভো ভি২৫ প্রো ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo V25 Pro 5G Expected Specifications)

Vivo V25 Pro-তে ১২০ হার্টজ রিফ্রেশ সহ ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি Vivo S15 Pro-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই তথ্যের ওপর ভিত্তি করে বলা যায়, Vivo V25 Pro-এর ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত হবে। এটি তিনটি স্টোরেজ বিকল্পে আসবে বলে জানা গেছে – ৮ জিবি র‍্যাম +১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, Vivo V25 Pro 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর এই ক্যামেরা সেটাআপে প্রাইমারি সেন্সরের সাথে একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা উপস্থিত থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে বলেও জানা গেছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, V25 Pro 5G-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন