জল্পনা থামলো! Vivo V25 Pro কালার চেঞ্জিং ব্যাক প্যানেল সহ লঞ্চ হচ্ছে 17 আগস্ট, ফাঁস Vivo V25 এর ছবি

ভিভো (Vivo)-এর V25 সিরিজের আসন্ন ডিভাইসগুলিকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে এবং বলা হচ্ছিল যে, সিরিজটি...
Anwesha Nandi 12 Aug 2022 1:23 PM IST

ভিভো (Vivo)-এর V25 সিরিজের আসন্ন ডিভাইসগুলিকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে এবং বলা হচ্ছিল যে, সিরিজটি চলতি মাসেই বাজারে পা রাখবে। আর সেইমতো এবার সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন লাইনআপে অন্তর্ভুক্ত Vivo V25 Pro মডেলটি আগামী ১৭ আগস্ট ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। স্মার্টফোনটি আকর্ষনীয় রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেলের সাথে আসবে বলেও জানিয়েছে ভিভো। এছাড়াও, V25 সিরিজে "Pro" মডেলটির পাশপাশি স্ট্যান্ডার্ড Vivo V25 এবং Vivo V25e মডেলগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি, Vivo V25-এর একটি ছবি ফাঁস হয়েছে, যা থেকে জানা যাচ্ছে এটি একটি গোল্ড কালার অপশনে আসতে পারে এবং এই ছবিতে Vivo V25-এর ব্যাক প্যানেলে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে।

ঘোষিত হল Vivo V25 Pro- এর লঞ্চের তারিখ, পাশাপাশি ফাঁস হল Vivo V25-এর রেন্ডারও

ভিভো ঘোষণা করেছে যে, নতুন ভিভো ভি২৫ প্রো ফোনটি ভারতে আগামী ১৭ আগস্ট আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই কোম্পানি নিশ্চিত করেছে যে, ফোনটি একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল এবং একটি ৩ডি কার্ভড ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলেও জানা গেছে। ভিভো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এর ব্যাক প্যানেলে অবস্থান করবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ভিভো ভি২৫ প্রো-এ ৬৬ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ ৪,৮৩০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, পূর্বের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, ভিভো ভি২৫ প্রো ৮ জিবি র‍্যামের সাথে আসতে পারে এবং এতে ওয়াটারড্রপ স্টাইলের নচ সহ ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করবে বলেও দাবি করা হয়েছে। তবে, এখন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর তালিকার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ স্টাইল নচের পরিবর্তে ফোনটির ডিসপ্লের ওপরে মধ্যবর্তী স্থানে পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ভি২৫ প্রো-এ কার্ভড ডিসপ্লে থাকবে এবং এটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে৷

অন্যদিকে, Vivo V25-এর একটি নতুন ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এই ছবিতে ফোনটিকে গোল্ড কালার অপশনে দেখা গেছে এবং এর এলইডি ফ্ল্যাশ যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপটিও প্রদর্শিত হয়েছে। এই ইমেজটি একটি পূর্ববর্তী লিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে দাবি করা হয়েছিল যে, স্মার্টফোনটি ডায়মন্ড ব্ল্যাক কালার অপশন ছাড়াও একটি সানরাইজ গোল্ড কালার ভ্যারিয়েন্টেও বাজারে পাওয়া যাবে। এছাড়াও, জানা গেছে, V25 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে।

ইউএমএ টেকনোলজি (UMA Technology)-এর একটি রিপোর্ট অনুযায়ী, টিপস্টার পারস গুগলানি (@passionategeekz) জানিয়েছেন যে, Vivo V25-এ একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যাবে। এটিতে একটি প্রসারিত ক্যামেরা আইল্যান্ড থাকবে যেখানে দুটি বড় ক্যামেরা এবং একটি ছোট ক্যামেরা সেন্সর অবস্থান করবে। ক্যামেরা মডিউলটিতে একটি এলইডি ফ্ল্যাশও অন্তর্ভুক্ত থাকবে। এই আসন্ন ভিভো হ্যান্ডসেটটি ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট বা মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসরটি থাকতে পারে এবং এই আসন্ন ডিভাইসে ৪৪ ওয়াট/৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story