Vivo V25 ফোন হাতে দেখা গেল বিরাট কোহলিকে, ভারতে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত

জনপ্রিয় টেক ব্র্যান্ড Vivo শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিলো। এই ফোনটি Vivo...
SUPARNA 27 July 2022 8:12 PM IST

জনপ্রিয় টেক ব্র্যান্ড Vivo শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিলো। এই ফোনটি Vivo V25 হবে বলে অনেকেই দাবি করছিল। সেইমতো এখন, সংস্থাটির আসন্ন Vivo V25 স্মার্টফোনের একটি নতুন টিজার অনলাইনে প্রকাশিত হয়েছে, যা মূলত বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। মনে করা হচ্ছে, কয়েক মাস পূর্বে চীনে আত্মপ্রকাশ করা Vivo S15 Pro ফোনের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট রূপে নাম ফেরে আলোচ্য মডেলটি এদেশে আত্মপ্রকাশ করবে।

Vivo V25 ফোনের প্রথম টিজার সামনে আনল Virat Kohli

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিরাট কোহলি, "My favourite shade of blue" ক্যাপশন সহ ভিভো-র আসন্ন স্মার্টফোনের সাথে পোজ দিয়ে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। এই টুইট পোস্টে, ১৮ নং জার্সি-ধারী বিরাট কোহলির হাতে ব্লু শেডের একটি স্মার্টফোন দেখা গেছে এবং মডেলটির রিয়ার প্যানেলের ডিজাইন অনেকটা Vivo S15 Pro -এর মতো দেখাচ্ছে। আপনাদের অবগতের জন্য জানিয়ে দিই যে, গত ১৯শে মে ভিভো তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে উল্লেখিত ফোনটি লঞ্চ করেছিল।

https://twitter.com/imVkohli/status/1551956168469147648

সেক্ষেত্রে বলা যায়, চীনে ভিভো এস১৫ প্রো (Vivo S15 Pro) নামে লঞ্চ হওয়া মডেলটিকেই হয়তো ভিভো ভি২৫ (Vivo V25) নামে আনা হবে। পূর্বেও ব্র্যান্ডটি হোম মার্কেট আনা Vivo S12 এবং S12 Pro মডেল দুটিকে যথাক্রমে Vivo V23 ও V23 Pro নামে ভারতে চালু করেছিল। ফলে আসন্ন মডেলটির ক্ষেত্রেও নাম পরিবর্তন করার এই স্ট্র্যাটেজি অনুসরণ করা হলে, আশ্চর্য হওয়ার কিছু নেই।

যাইহোক, যেহেতু মনে করা হচ্ছে যে ভিভো এস১৫ প্রো স্মার্টফোনের রি-ব্র্যান্ডেড সংস্করণ হবে আপকামিং ভি২৫ মডেলটি, সেহেতু আলোচ্য মডেল দুটির স্পেসিফিকেশন ও ফিচার প্রায় অনুরূপ হবে বলেই আমাদের অনুমান। এক্ষেত্রে, বিদ্যমান Vivo S15 Pro ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে সহ গত মে মাসে লঞ্চ হয়েছিল। পারফরম্যান্সের জন্য এই প্রিমিয়াম হ্যান্ডসেটে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। স্টোরেজ হিসাবে এতে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম বর্তমান। ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। এই মডেলে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story