অসাধারণ ফিচার্স যুক্ত Vivo V40 স্মার্টফোন এবার লঞ্চ হবে ভারতে, নিশ্চিত করল BIS

ভিভো তাদের লেটেস্ট V সিরিজের স্মার্টফোন, Vivo V40 ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এই ফোনটি সম্প্রতি গ্লোবাল...
Ananya Sarkar 28 Jun 2024 6:01 PM IST

ভিভো তাদের লেটেস্ট V সিরিজের স্মার্টফোন, Vivo V40 ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এই ফোনটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। উল্লেখযোগ্যভাবে, Vivo V40 মডেলের রিটেইল বক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত করেনি কোম্পানি, যা অনেকেই অবাক করেছে। ভারতীয় সংস্করণটি একই টেন্ড অনুসরণ করছে বলে মনে হচ্ছে। Vivo V40 এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এদেশে ফোনটির আসন্ন আগমনের ইঙ্গিত দেয়। আসুন Vivo V40 হ্যান্ডসেটের ভারতীয় লঞ্চ সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Vivo V40 পেল BIS সার্টিফিকেশন

"V2348" মডেল নম্বর সহ ভিভো ভি৪০ ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এটিকে গত ২১ জুন অনুমোদন দেওয়া হয়েছে। যথারীতি মডেল নম্বর ছাড়া ডিভাইসটির সর্ম্পকে আর কোনও তথ্য উঠে আসেনি বিআইএস সার্টিফিকেশন থেকে। তবে এটি নিশ্চিত যে কোনটি শীঘ্রই ভারতীয় বাজারে আসছে।

Vivo V40 (গ্লোবাল) স্পেসিফিকেশন

ভিভো ভি৪০ ফোনের ভারতীয় সংস্করণটি গ্লোবাল মডেলের মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন (২,৮০০ x ১,২৬০ পিক্সেল) সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ইউরোপে এটি দুটি কালার অপশনে পাওয়া যায় - স্টেলা সিলভার এবং নেবুলা পার্পল।

ফটোগ্রাফির জন্য, Vivo V40 হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ বিদ্যমান, যার মধ্যে এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের এফ/২.০ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যা উচ্চমানের ফটো এবং ভিডিওর প্রতিশ্রুতি দেয়৷

পারফরম্যান্সের জন্য, Vivo V40 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি/১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ বিকল্পে পাওয়া যায়। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story