eSIM সাপোর্টের সাথে কাল লঞ্চ হচ্ছে Vivo Watch 2, ফাঁস হল ছবি সহ বিশেষত্ব

আগামীকাল, অর্থাৎ ২২ ডিসেম্বর চীনে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo Watch 2। তবে অফিশিয়াল লঞ্চের আগেই সংস্থার তরফে চিনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে একটি লাইভ ইমেজ প্রকাশ…

আগামীকাল, অর্থাৎ ২২ ডিসেম্বর চীনে আত্মপ্রকাশ করতে চলেছে Vivo Watch 2। তবে অফিশিয়াল লঞ্চের আগেই সংস্থার তরফে চিনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে একটি লাইভ ইমেজ প্রকাশ করা হলো, যাতে আপকামিং ঘড়িটির একটি ঝলক দেখা গেছে। প্রকাশিত ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওয়্যারেবলটি রাউন্ড শেপ ডায়ালের সাথে আসছে। এতে রয়েছে পরিবর্তনশীল ওয়াচ ব্যান্ড এবং এর ধারে দুটি বাটন। সংস্থাটি নিশ্চিত করেছে, Vivo Watch 2-এ ই-সিম সাপোর্ট করবে, যার জন্য ঘড়িটিতে দুটি চিপ উপলব্ধ এবং একবার চার্জে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

Vivo Watch 2 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

প্রকাশিত ছবি অনুযায়ী, ভিভো ওয়াচ ২ স্মার্টওয়াচটি কালো এবং সাদা এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। আপাতত চীনের ই-কমার্স সাইটে ঘড়িটি প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। যদিও ঘড়িটির দাম এখনো পর্যন্ত জানা যায়নি।

Vivo Watch 2 ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

নয়া ভিভো ওয়াচ ২ স্মার্টওয়াচ দুটি চিপ সহ আসবে বলে জানা গেছে – একটি হল মেইন কন্ট্রোল চিপ এবং অন্যটি হলো কমিউনিকেশন চিপ। এতে সফটওয়্যার অপ্টিমাইজেশনের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এই ওয়্যারেবলে ই-সিম সাপোর্ট করবে। এর ফলে ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে কোনো ডিভাইসের সঙ্গে যুক্ত না থাকলেও এতে এসএমএস আসবে এবং এর থেকে ফোন করা যাবে। এছাড়া সংস্থার দাবি, নতুন স্মার্টওয়াচটি স্মার্টফোনের সাথে যুক্ত করা অবস্থায় ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে স্মার্টফোন ছাড়া ই -সিমের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করলে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২২ ডিসেম্বরের অনলাইন লঞ্চ ইভেন্টে Vivo S12 ফোনের সাথে আত্মপ্রকাশ করবে Vivo Watch 2 স্মার্টওয়াচটি। একইসাথে আপকামিং এই ইভেন্টে Vivo S12 Pro স্মার্টফোনটির ওপর থেকেও পর্দা সরান হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন