প্রিমিয়াম মিড-রেঞ্জে এবার Vivo-র বাজি T সিরিজ, Y সিরিজের ফোন ভারতে থেকে বিদায় নিতে পারে
প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে ভারতে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে ভিভো (Vivo)। সংস্থা এ বিষয়ে খোলাখুলি...প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে ভারতে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে ভিভো (Vivo)। সংস্থা এ বিষয়ে খোলাখুলি কিছু না বললেও খবর তেমনই। তার জন্য অক্টোবরে চীনা মার্কেটে লঞ্চ করা T সিরিজের হ্যান্ডসেট ভারতে নিয়ে আসার কথা ভাবছে সংস্থাটি।
৯১মোবাইলস দাবি করেছে, ভিভো এ দেশে Vivo T1 5G ও Vivo T1x লঞ্চ করার পরিকল্পনা করছে। যা এতদিন কেবলমাত্র চীনের বাজারে উপলব্ধ ছিল। সূত্র উল্লেখ করে পাবলিকেশনটি আরও জানিয়েছে, ভিভো ভারতে তাদের Y সিরিজের সাথে T সিরিজ রিপ্লেস করার কথা ভাবছে। অর্থাৎ এখানে Vivo Y সিরিজের জায়গা নেবে Vivo T সিরিজ।
প্রতিবেদন অনুযায়ী, ভিভো জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের মধ্যে Vivo T সিরিজের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন এ দেশে লঞ্চ করতে চলেছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে, ভিভো কি T সিরিজের এগজিস্টিং মডেল অর্থাৎ Vivo T1 ও Vivo T1x নিয়ে আসবে, নাকি T সিরিজের একদম নতুন হ্যান্ডসেট লঞ্চ করবে বলে স্থির করেছে।
Vivo T সিরিজ একবার ভারতে পা রাখলেই বর্তমান Y সিরিজের বিদায় নিশ্চিত। কারণ প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে T ও Y সিরিজের প্রতিদ্বন্দ্বিতা ভিভো দেখতে চাইবে না বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ভিভো ২০ অক্টোবর চীনে T1 এর পাশাপাশি T1x লঞ্চ করেছিল। Vivo T1 5G-এ ছিল ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি র্যাম, ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ, ৬৪+৮+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।