Vivo X Fold বিশ্বের প্রথম ডুয়েল আন্ডার স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসছে, থাকবে এই বিশেষ ডিসপ্লে

Vivo-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Vivo X Fold আগামী মাসে অর্থাৎ এপ্রিলে লঞ্চ হতে পারে। এই ফোনটির কোডনেম জানা গেছে...
Julai Modal 16 March 2022 11:07 AM IST

Vivo-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Vivo X Fold আগামী মাসে অর্থাৎ এপ্রিলে লঞ্চ হতে পারে। এই ফোনটির কোডনেম জানা গেছে 'butterfly'। কিছু মাস আগে ফোনটিকে সাবওয়েতে দেখা গিয়েছিল। এখন আবার একটি ফাঁস হওয়া ছবি অনুযায়ী, Vivo X Fold ডুয়েল আন্ডার স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে। এর আগে জানা গিয়েছিল, এই ফোনে থাকবে 2K+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Vivo X Fold হতে পারে প্রথম ডুয়েল আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফোল্ডেবল ফোন

টেক ব্লগার, @Feiwei চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo-তে ভিভো এক্স ফোল্ড ফোনের একটি ডিঅ্যাসেম্বলড ভিডিও পোস্ট করেছে। যেখানে ফোনটির সামনের ও পিছনের দিক দেখা যাচ্ছে। এগুলি ইঙ্গিত করছে ফোনটির দুই দিকেই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। @Feiwei বলেছেন, এই প্রযুক্তি সহ ভিভো এক্স ফোল্ড প্রথম ডিভাইস হতে পারে।

অনুমান করা যায় যে, ভিভোর আসন্ন ফোনটি অন্যান্য দিকেও চমক দিতে পারে। সেক্ষেত্রে এটি Oppo Find N, Samsung Galaxy Z Fold 3 ফোনের প্রতিদ্বন্দ্বি হবে। এই দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

এর আগে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছিলেন, Vivo X Fold ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে, যা বাইরের দিকের স্ক্রিনের উপরিভাগে মাঝবরাবর থাকবে। এতে ব্যবহার করা হবে স্যামসাংয়ের 2K+ 120Hz E5 LTPO ডিসপ্লে। জানিয়ে রাখি, এই ফোনটি ইতিমধ্যেই চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে ছাড়পত্র পেয়েছে। আবার একে 3C সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। তাই বলা যায়, Vivo X Fold শীঘ্রই বাজারে লঞ্চ হবে।

Show Full Article
Next Story