Vivo X Fold: গোলাকার ক্যামেরা সেটআপ ও পাঞ্চ হোল ডিসপ্লে, লঞ্চের আগে ভিভো ফোল্ডেবল ফোনের দর্শন লাভ
Vivo আগামী ১১ এপ্রিল তাদের ঘরেলু মার্কেট, অর্থাৎ চীনে Vivo X Fold ফোল্ডেবল ফোন লঞ্চ করবে বলে জল্পনা রয়েছে। ইতিমধ্যেই এই...Vivo আগামী ১১ এপ্রিল তাদের ঘরেলু মার্কেট, অর্থাৎ চীনে Vivo X Fold ফোল্ডেবল ফোন লঞ্চ করবে বলে জল্পনা রয়েছে। ইতিমধ্যেই এই ফোনের স্পেসিফিকেশন সহ ডিজাইন সামনে এসেছে। তবে লঞ্চের কয়েকদিন আগে টিপস্টার, ঈশান আগারওয়াল আজ Vivo X Fold ফোনের হাই রেজোলিউশন রেন্ডার শেয়ার করেছেন। দেখা গেছে, ফোনটি ব্ল্যাক/গ্রে এবং ব্লু কালারে আসবে। আসুন এছাড়া এই রেন্ডার থেকে ফোনটি সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Vivo X Fold এর হাই রেজোলিউশন রেন্ডার প্রকাশ্যে
ভিভো এক্স ফোল্ড ফোনের নতুন এই রেন্ডার অনুযায়ী, ফোনটি কার্ভড আউটার প্যানেল সহ আসবে। একটি ডিজাইন স্যামসাং গ্যালাক্সি ফোল্ড সিরিজের মতো হবে। আবার রিয়ার ক্যামেরা সেটআপের ডিজাইন দেখা গেছে গোলাকার। এর অভ্যন্তরীণ ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল।
এর আগে সামনে এসেছিল যে, ভিভো এক্স ফোল্ড ফোনটি আনফোল্ড করলে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮ ইঞ্চির ২কে ইলটিপিও ৩.০ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। আবার এটির কভার স্ক্রিনের সাইজ হবে ৬.৫৩ ইঞ্চি। এই কভার স্ক্রিনটি ফুল এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভিভো এক্স ফোল্ড ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ আসতে পারে।
ক্যামেরার কথা বললে, Vivo X Fold ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন৫ লেন্স,৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, ১২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স এবং ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স দেওয়া হবে, যার সাথে ৫এক্স অপ্টিক্যাল জুম ও ৬০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Fold-এ ৬৬ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।