Vivo X Fold তিনদিন পরেই বাজারে আসছে, Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ

স্মার্টফোন নির্মাতা ভিভো আগামী ১১ এপ্রিল তাদের বহু প্রতীক্ষিত Vivo X Note স্মার্টফোন এবং Vivo Pad ট্যাবলেটের পাশাপাশি...
Ananya Sarkar 7 April 2022 7:36 PM IST

স্মার্টফোন নির্মাতা ভিভো আগামী ১১ এপ্রিল তাদের বহু প্রতীক্ষিত Vivo X Note স্মার্টফোন এবং Vivo Pad ট্যাবলেটের পাশাপাশি Vivo X Fold হ্যান্ডসেটটিও বাজারে লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসটি সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে বাজারে পা রাখবে। ইতিমধ্যেই আপকামিং Vivo X Fold-এর কয়েকটি স্পেসিফিকেশনের পাশাপাশি এর প্রচারমূলক পোস্টারও সামনে এসেছে। আর এখন, ডিভাইসটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। এই সাইটের লিস্টিংটি আসন্ন ভিভো ফোনটির প্রসেসর, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আসুন প্রত্যাশিত লঞ্চের আর মাত্র কয়েকদিন আগে Vivo X Fold সম্পর্কে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মটি থেকে ঠিক কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

আসন্ন Vivo X Fold-কে দেখতে পাওয়া গেল Geekbench-এর সাইটে

V2178A মডেল নম্বর সহ ভিভোর এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকা অনুযায়ী, এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ৩.০০ গিগাহার্টজ এবং এটির বেস ফ্রিকোয়েন্সি ১.৭৮ গিগাহার্টজ। এছাড়া, এই আসন্ন ফোনে মিলবে ১২ জিবি র‍্যাম এবং এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের রান করবে। ভিভো এক্স ফোল্ড গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,২২৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৩৩৫ পয়েন্ট স্কোর করছে।

জানিয়ে রাখি, সম্প্রতি ভিভো এক্স ফোল্ড স্মার্টফোনটির একটি প্রোমোশনাল পোস্টারের ছবিও অনলাইনে ফাঁস হয়েছে, যা নিশ্চিত করেছে, এক্স ফোল্ড-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮ ইঞ্চির ২কে ইলটিপিও ৩.০ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে৷ আবার এটির কভার স্ক্রিনের আকার ৬.৫৩ ইঞ্চি। বাইরের দিকের এই ডিসপ্লেটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

ফোটোগ্রাফির জন্য, Vivo X Fold-এর ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা সেটআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ লেন্স,৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ৫ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স উপস্থিত থাকবে৷ এছাড়া, Vivo X Fold-এ ৬৬ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

উল্লেখ্য, এই স্পেসিফিকেশনগুলি ছাড়াও সম্প্রতি জানা গেছে Vivo X Fold ফোল্ডেবল স্মার্টফোনটি ব্লু, ক্রিমসন এবং অরেঞ্জে - এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। তবে এখনও পর্যন্ত এই ভিভো হ্যান্ডসেটের দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।

Show Full Article
Next Story