কিছুক্ষণ পর লঞ্চ হচ্ছে Vivo X Fold, Vivo X Note, তার আগেই সুপারহিট এই দুটি ফোন, জানুন কেন

স্মার্টফোন ব্র্যান্ড ভিভো আজ (১১ মার্চ) হোম মার্কেট চীনে তাদের বহু প্রতীক্ষিত Vivo X Fold এবং Vivo X Note স্মার্টফোন...
Ananya Sarkar 11 April 2022 7:42 PM IST

স্মার্টফোন ব্র্যান্ড ভিভো আজ (১১ মার্চ) হোম মার্কেট চীনে তাদের বহু প্রতীক্ষিত Vivo X Fold এবং Vivo X Note স্মার্টফোন দুটি লঞ্চ করতে প্রস্তুত। Vivo X Fold সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে বাজারে পা রাখবে, আর Vivo X Note আসবে ব্র্যান্ডের লেটেস্ট প্রিমিয়াম অফার হিসেবে। এদিকে এই ফোনগুলির আনুষ্ঠানিক লঞ্চের মাত্র কয়েক ঘণ্টা আগে, একটি চীনা সংস্থা তাদের দ্বারা সংগ্রহ করা এই ডিভাইসগুলির মোট ইউনিটের সংখ্যা প্রকাশ করেছে। ফলে ডিভাইসগুলির চাহিদা কেমন হবে সে সম্পর্কে ইঙ্গিত মিলেছে।

China Mobile- এর দ্বারা সংগ্রহ করা Vivo X Fold এবং Vivo X Note- এর মোট ইউনিটের সংখ্যা প্রকাশ্যে এল

চায়না মোবাইল (China Mobile) ঘোষণা করেছে যে, তারা ভিভো এক্স ফোল্ড এবং ভিভো এক্স নোট স্মার্টফোন দুটির ৬৮,৪০০ ইউনিট সংগ্রহ করেছে। যেখানে সংস্থাটি ভিভো এক্স নোট স্মার্টফোনের তিনটি ভ্যারিয়েন্টের প্রত্যেকটি ১৫,৬০০ ইউনিট কিনেছে। ডিভাইসটির তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট হল যথাক্রমে, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ।

অন্যদিকে, চায়না মোবাইল ভিভো এক্স ফোল্ড স্মার্টফোনের প্রতিটি ভ্যারিয়েন্টের ৮,০০০ ইউনিট সংগ্রহ করেছে। এই ফোনটি আবার দুটি মেমরি অপশনে আসবে - ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ।

ভিভো এক্স ফোল্ড- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X Fold Expected Specifications)

ভিভো এক্স ফোল্ড-এ ৬.৫৩ ইঞ্চির OLED কভার ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ স্ক্রিন রেজোলিউশন অফার করবে। আবার আনফোল্ড করলে পাওয়া যাবে ৮ ইঞ্চির ২কে ই৫ এলটিপিও ইউটিজি ডিসপ্লে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X Fold-এর ব্যাক প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ৫ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স উপস্থিত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold-এ ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ একটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

ভিভো এক্স নোট-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X Note Expected Specifications)

ভিভো এক্স নোট ৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই হ্যান্ডসেটটিও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে।

ক্যামেরা সেটআপের জন্য, Vivo X Note- এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সলের সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের স্ন্যাপার সহ কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে৷ আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের ডিসপ্লের মধ্যবর্তী স্থানে একটি সিঙ্গেল ক্যামেরা দেখা যাবে।

Vivo X Note ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।

Show Full Article
Next Story