শুরু হল Vivo X60 Pro+ এর প্রি-বুকিং, দুর্ধর্ষ ক্যামেরার সাথে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

আগামী পরশু অর্থাৎ ২১ জানুয়ারি চীনে লঞ্চ হবে Vivo X60 Pro+। তবে আজ থেকেই এই ফোনের প্রিঅর্ডার শুরু হল। পাশাপাশি ভিভো-র তরফে এই ফোনের রিয়ার…

আগামী পরশু অর্থাৎ ২১ জানুয়ারি চীনে লঞ্চ হবে Vivo X60 Pro+। তবে আজ থেকেই এই ফোনের প্রিঅর্ডার শুরু হল। পাশাপাশি ভিভো-র তরফে এই ফোনের রিয়ার প্যানেলের অফিসিয়াল ছবি সামনে আনা হয়েছে। এই ছবি অনুযায়ী, ভিভো এক্স৬০ প্রো প্লাস লেদার ফিনিশ সহ আসবে। জানিয়ে রাখি এই ফোনটি X60 সিরিজের তৃতীয় ফোন হবে। এরআগে গত ডিসেম্বরে ভিভো এই সিরিজের আওতায় Vivo X60 এবং Vivo X60 Pro ফোন দুটি লঞ্চ করেছিল।

অফিসিয়াল ছবি অনুযায়ী, Vivo X60 Pro+ ফোনটি আয়তকার কোয়াড রিয়ার ক্যামেরা সহ আসবে। যার দুটি মেন সেন্সর থাকবে। আবার এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে। চীনা টিপ্সটার Digital Chat Station জানিয়েছেন, X60 Pro+ ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল Samsung GN1 সেন্সর। এর অ্যাপারচার হবে এফ/১.৬।

Vivo X60 Pro+ Pre Booking Starts, Vivo X60 Pro+ dual main cameras, Vivo X60 Pro+ Snapdragon 888

আবার এই ক্যামেরার দ্বিতীয় সেন্সর হবে ৪৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, যার সাথে মাইক্রো গিম্বল স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এই দুই ক্যামেরার সাথে থাকবে ৫এক্স পেরিস্কোপ টেলিফোটো লেন্স ও পোর্ট্রেট সেন্সর। মনে করা হচ্ছে এই ফোনটির সামনে থাকবে ৬.৫৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার এতে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Vivo-র চীনের ওয়েবসাইটে ইতিমধ্যেই Vivo X60 Pro+ ফোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ফোনটিকে দুটি কালারে ও স্টোরেজ সহ দেখা গেছে। এই দুই কালার হল – ডার্ক ব্লু এবং ক্লাসিক অরেঞ্জ। আবার ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। ফোনটি ৫০ ইউয়ান (প্রায় ৫৬৫ টাকা) দিয়ে এখন প্রি-বুক করা যাবে।