Vivo X70-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকতে পারে Dimensity 1200 প্রসেসর, ইঙ্গিত TENAA-র

চীনে আগামী ৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটছে Vivo X70 সিরিজের। আবার অফিসিয়াল লঞ্চের আগেই Vivo 70 স্মার্টফোনটির প্রসেসর জল্পনা সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে যে, চীন ও…

চীনে আগামী ৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটছে Vivo X70 সিরিজের। আবার অফিসিয়াল লঞ্চের আগেই Vivo 70 স্মার্টফোনটির প্রসেসর জল্পনা সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে যে, চীন ও চীনের বাইরে অন্যান্য দেশে দু’টি ভিন্ন প্রসেসরের সাথে আসবে Vivo X70। এখন TENAA সার্টিফিকেশন সাইটের লিস্টিং সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। আসলে TENAA-র লিস্টিংয়ে Vivo V2132A ও V2133A মডেল নম্বরের দুটি হ্যান্ডসেট দেখা গিয়েছে। ফোনগুলির স্পেসিফিকেশন এক হলেও প্রসেসর কিন্তু আলাদা। যার ফলে এটি Vivo X70-এর গ্লোবাল ও চাইনিজ ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে।

Vivo X70 স্পেসিফিকেশন

টেনার লিস্টিং অনুসারে, ভিভো এক্স৭০-এর ভ্যারিয়েন্টগুলির ওজন ১৮১ গ্রাম ও আয়তন ১৬০.১০x৭৫.৩৯x৭.৫৫ মিমি। ফোনগুলিতে রয়েছে ফুল-এইচডি প্লাস ৬.৫৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ৪,৩২০ এমএএইচ ব্যাটারি আছে এতে, যার সঙ্গে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এবার প্রসেসরের প্রসঙ্গে আসা যাক। Vivo V2132A ভ্যারিয়েন্টে রয়েছে ২.৮ গিগাহার্টজ প্রসেসর ও ৬ জিবি / ৮ জিবি /১২ জিবি র‌্যাম। অন্যদিকে V2133A ভ্যারিয়েন্টে আছে ৩.০ গিগাহার্টজ প্রসেসর ও ৮ জিবি /১২ জিবি র‌্যাম। প্রসেসরগুলির নাম জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, Vivo V2132A (চীন) মডেলে এক্সিনস ১০৮০ ও V2133A (গ্লোবাল) মডেলে ডাইমেনসিটি ১২০০ ব্যবহার করা হতে পারে।

দু’টি ভ্যারিয়েন্টেই আছে ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া Vivo V2132A ও V2133A-এ ৪০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনের ক্যামেরা দিয়ে করা যাবে 8K রেকর্ডিং।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন